ব্রেকিং নিউজ :
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গিলসহ চার ভারতীয় ক্রিকেটারকে তলব সিআইডির
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গিলসহ চার ভারতীয় ক্রিকেটারকে তলব সিআইডির।
আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শুভমান গিলসহ চার ভারতীয় ক্রিকেটারকে তলব করেছে গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গুজরাটভিত্তিক পত্রিকা আহমেদাবাদ মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, বিজেড ফিন্যান্সিয়াল সার্ভিসেস নামের এক আর্থিক পরিষেবা কোম্পানিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন গিল, সাই সুদর্শন, মোহিত শর্মা ও রাহুল তেওয়াতিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্প্রতি অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে।
বিজেড ফিন্যান্সিয়াল সার্ভিসেস তার গ্রাহকদের ব্যাংকের চেয়ে ভালো সুদহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিনিয়োগকারীরা বুঝতে পারেন, প্রতিষ্ঠানটি তাদের সঙ্গে প্রতারণা করছে। আসলে এটি পনজি স্কিম চালায়। যার মানে, নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে আদায় করা অর্থ পুরোনো বিনিয়োগকারীদের ফিরিয়ে দেয়া। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান বিনিয়োগকারীরা।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভূপেন্দ্রসিং জালাকে গ্রেফতার করে সিআইডি। প্রথমে তার নামে ৬০০ কোটি রুপি জালিয়াতির অভিযোগ আনলেও পরে সেটি কমিয়ে ৪৫০ কোটি রুপি উল্লেখ করা হয়। ভূপেন্দ্রসিংকে গ্রেফতারের পর তিনি সিআইডিকে গিল, সুদর্শন, মোহিত ও তেওয়াতিয়ার নাম বলেন।
প্রতিষ্ঠানটিতে সবচেয়ে বেশি ১ কোটি ৯৫ লাখ রুপি বিনিয়োগ করেন গিল। আইপিএলের দল গুজরাট টাইটান্সের বাকি তিন সতীর্থের বিনিয়োগ ১০ লাখ থেকে ১ কোটি রুপির মধ্যে। তবে তারা বিনিয়োগের অর্থ ফেরত পাননি।
গুজরাট সিআইডির এক কর্মকর্তা আহমেদাবাদ মিররকে বলেছেন, ‘দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা হিসাবরক্ষকদের একটি দল প্রস্তুত করেছি। তারা ভূপেন্দ্রসিং জালার হিসাবের বই ও লেনদেন তদন্ত করে দেখবেন। বইটি সিআইডি কর্মকর্তারা হেফাজতে নিয়েছেন। সোমবার থেকে বিভিন্ন স্থানে লাগাতার অভিযান চালানো হচ্ছে।’
বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে গিল অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। তাই আপাতত তাকে পাচ্ছে না সিআইডি। তদন্তে কাজে সহযোগিতার জন্য সুদর্শন, মোহিত ও তেওয়াতিয়াকে ডাকা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজ শেষে দেশে আসলে ডাকা হবে গিলকেও।