ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না শান্ত

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না শান্ত।

কুঁচকির চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তিনি।

গত শনিবার (০৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন শান্ত। আফগানিস্তানের ইনিংসে ফিল্ডিং করার সময় কুঁচকিতে ব্যথা পান তিনি, সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। অধিনায়কের অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজ বাকিটা সময় দায়িত্ব পালন করেন। শান্তর চোটের জায়গায় এমআরআই করা হয়েছিল।

সোমবার (১১ নভেম্বর) তার রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। রিপোর্ট দেখেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলা হচ্ছে না শান্তর।
এদিকে পরীক্ষার ফল দেখে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না তিনি।
দেবাশীষ বলেন, ‘আমরা দলীয় চিকিৎসকের রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছি। সেখানে তার বাঁ কুঁচকিতে গ্রেড টু পর্যায়ের ইনজুরি ধরা পড়েছে। যেখান থেকে সেরে উঠতে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে বেশ কিছুদিন সময় লাগবে। ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা হবে না।  দুই সপ্তাহ পর আমরা আবার তার পরীক্ষা করব। সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি দেশে ফিরে সে তার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে।’
একদিন আগেই শান্তকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। আগামী ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ নভেম্বর সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল। শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে পারেন মেহেদী হাসান মিরাজ।
ক্যারিবীয় সফরে  টেস্ট ছাড়াও সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
১৭ বার পড়া হয়েছে

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না শান্ত

আপডেট সময় ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না শান্ত।

কুঁচকির চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তিনি।

গত শনিবার (০৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন শান্ত। আফগানিস্তানের ইনিংসে ফিল্ডিং করার সময় কুঁচকিতে ব্যথা পান তিনি, সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। অধিনায়কের অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজ বাকিটা সময় দায়িত্ব পালন করেন। শান্তর চোটের জায়গায় এমআরআই করা হয়েছিল।

সোমবার (১১ নভেম্বর) তার রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। রিপোর্ট দেখেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলা হচ্ছে না শান্তর।
এদিকে পরীক্ষার ফল দেখে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না তিনি।
দেবাশীষ বলেন, ‘আমরা দলীয় চিকিৎসকের রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছি। সেখানে তার বাঁ কুঁচকিতে গ্রেড টু পর্যায়ের ইনজুরি ধরা পড়েছে। যেখান থেকে সেরে উঠতে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে বেশ কিছুদিন সময় লাগবে। ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা হবে না।  দুই সপ্তাহ পর আমরা আবার তার পরীক্ষা করব। সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি দেশে ফিরে সে তার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে।’
একদিন আগেই শান্তকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। আগামী ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ নভেম্বর সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল। শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে পারেন মেহেদী হাসান মিরাজ।
ক্যারিবীয় সফরে  টেস্ট ছাড়াও সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।