উপদেষ্টা মাহফুজ: খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কিছুটা উন্নতির ইঙ্গিত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান চিকিৎসা সম্পর্কে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
মাহফুজ আলম বলেন, ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। দেশের জন্য তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি জানান, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর মতো তিনিও দোয়া চেয়েছেন।
তিনি আরও জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় তারা জানিয়েছেন যে গত কয়েক দিনের মতোই খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। পাশাপাশি তার অবস্থার কিছুটা উন্নতিও দেখা যাচ্ছে, এবং চিকিৎসকেরা আশা করছেন তিনি আরও ভালো হবেন।
গণতান্ত্রিক রূপান্তরের সময়ে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তিনি যেন সুস্থ হয়ে আবারও তা প্রত্যক্ষ করতে পারেন—এটাই সবার প্রত্যাশা। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চান তারা।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের সহযোগিতার প্রস্তুতির কথাও উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ।









