ঐক্যের আহ্বান টুকুর: বিভক্ত হলে আন্দোলনের ক্ষতি
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলন সফল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, বিভক্তি সৃষ্টি হলে আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং যারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তারাই ক্ষতিগ্রস্ত হবে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও উপহার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
টুকু আরও বলেন, টাঙ্গাইলবাসী অতীতে সন্ত্রাস ও বৈষম্যের শিকার হয়েছে। এখন সবাই শান্তি ও স্বাধীনভাবে বাঁচতে চায়। সেই লক্ষ্যেই একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “আমি টাঙ্গাইলের মানুষের জন্য একজন কর্মী হয়ে কাজ করতে চাই। আসন্ন সংসদ নির্বাচনে জনগণের সেবা করার সুযোগ পেতে চাই।”
এ সময় তিনি নিজের ছাত্র রাজনীতির অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি হামলার শিকার হয়েছিলাম। তবু আন্দোলনের পথ ছাড়িনি। আজও গণতন্ত্রের জন্য কাজ করতে চাই।”
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
















