ব্রেকিং নিউজ :
ঐতিহ্যবাহী জুতার নকশা অনুকরণের অভিযোগে দুঃখ প্রকাশ অ্যাডিডাস ডিজাইনারের
মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘হুয়ারাচেস’ জুতার ডিজাইন নকলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন অ্যাডিডাসের ডিজাইনার উইলি শাভারিয়া। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শাভারিয়া সম্প্রতি অ্যাডিডাসের জন্য একটি জুতার ডিজাইন করেন, যা মেক্সিকোর ওয়াক্সাকা অঞ্চলের আদিবাসীদের ঐতিহ্যবাহী জুতার সঙ্গে উল্লেখযোগ্যভাবে মিল রয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিলেও কোনো অনুমতি বা স্বীকৃতি না দেওয়ায় এই ডিজাইন ঘিরে সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় সোচ্চার হন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমসহ দেশটির বহু নাগরিক। নকশাটি আদিবাসী সংস্কৃতির প্রতি অসম্মান হিসেবে দেখা হয়।
বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে শাভারিয়া বলেন, এটি অনিচ্ছাকৃত একটি ভুল এবং তিনি এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত।