ব্রেকিং নিউজ :
কুড়িলে রিকশা গ্যারেজ ও বাড়িতে অগ্নিকাণ্ড, প্রায় এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রিকশা গ্যারেজ ও একটি বসতবাড়িতে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।
- ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়দের ধারণা, নিকটবর্তী একটি পিঠার দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে গ্যারেজে রাখা প্রায় দেড়শ রিকশা পুড়ে গেছে বলে জানা গেছে।


























