ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা!

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা!

রুপালি পর্দায় আর দেখা মিলবে না বলিউড নির্মাতা রাকেশ রোশনের পরিচালনায় ছেলে হৃতিক রোশনের কাজ। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছেন বলিউড নির্মাতা রাকেশ।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, কৃষ খ্যাত বলিউড সুপারস্টার হৃতিক ও নির্মাতা রাকেশের কাজের রসায়নের ইতি ঘটতে চলেছে।

বাবার সিনেমা ‘কাহো না পেয়ার হে’ দিয়ে বলিউডে পা রাখেন হৃতিক। এরপর অভিনয় ক্যারিয়ারে চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে অসংখ্যবার ভেঙ্গেছেন হৃতিক। ধুম ,গুজারিশ, ওয়ার, জিন্দেগি না মিলেগি দোবারার মতো সিনেমাগুলোতে তার প্রমাণ মেলে।
 
তবে বলিউড ইন্ডাস্ট্রিতে বাবার রাকেশের পরিচালনায় হৃতিকের সিনেমা ও চরিত্র বরাবরই ছাড়িয়ে যায় অন্য সিনেমাগুলোকে। তাই কৃষ ফোর নিয়ে নতুন উন্মাদনা চালু হয়েছে ভক্ত ও নেটিজেনদের মাঝে। এ উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে রাকেশের ঘোষণা।
 
 
সংবাদমাধ্যমে রাকেশ বলেন, আমার পরিচালিত শেষ সিনেমা কৃষ ফোর। তবে এ সিনেমাটি আমি একা তৈরি করবো না। আমার সঙ্গে অন্য পরিচালক থাকবেন।
 
 
রাকেশ আরও বলেন, আমি আর সিনেমা পরিচালনায় থাকছি না। অবসরে যাচ্ছি। তবে প্রযোজনায় নিয়মিতই আমাকে দেখা যাবে। আমার প্রযোজনায় নতুন নতুন অনেক সিনেমাই তৈরি হবে বলিউডে।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯০ বার পড়া হয়েছে

কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা!

আপডেট সময় ০৫:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা!

রুপালি পর্দায় আর দেখা মিলবে না বলিউড নির্মাতা রাকেশ রোশনের পরিচালনায় ছেলে হৃতিক রোশনের কাজ। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছেন বলিউড নির্মাতা রাকেশ।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, কৃষ খ্যাত বলিউড সুপারস্টার হৃতিক ও নির্মাতা রাকেশের কাজের রসায়নের ইতি ঘটতে চলেছে।

বাবার সিনেমা ‘কাহো না পেয়ার হে’ দিয়ে বলিউডে পা রাখেন হৃতিক। এরপর অভিনয় ক্যারিয়ারে চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে অসংখ্যবার ভেঙ্গেছেন হৃতিক। ধুম ,গুজারিশ, ওয়ার, জিন্দেগি না মিলেগি দোবারার মতো সিনেমাগুলোতে তার প্রমাণ মেলে।
 
তবে বলিউড ইন্ডাস্ট্রিতে বাবার রাকেশের পরিচালনায় হৃতিকের সিনেমা ও চরিত্র বরাবরই ছাড়িয়ে যায় অন্য সিনেমাগুলোকে। তাই কৃষ ফোর নিয়ে নতুন উন্মাদনা চালু হয়েছে ভক্ত ও নেটিজেনদের মাঝে। এ উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে রাকেশের ঘোষণা।
 
 
সংবাদমাধ্যমে রাকেশ বলেন, আমার পরিচালিত শেষ সিনেমা কৃষ ফোর। তবে এ সিনেমাটি আমি একা তৈরি করবো না। আমার সঙ্গে অন্য পরিচালক থাকবেন।
 
 
রাকেশ আরও বলেন, আমি আর সিনেমা পরিচালনায় থাকছি না। অবসরে যাচ্ছি। তবে প্রযোজনায় নিয়মিতই আমাকে দেখা যাবে। আমার প্রযোজনায় নতুন নতুন অনেক সিনেমাই তৈরি হবে বলিউডে।