ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পূর্ব কঙ্গোর গির্জায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ২১ জন Logo চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকাল রাতুল আর নেই Logo গ্রিসে ইসরায়েলি পর্যটকের কানে হামলা, অভিযুক্ত সিরীয় নাগরিক Logo ‘জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি চলমান সংগ্রাম’ Logo দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল Logo গাজার কিছু অঞ্চলে ১০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল Logo নাহিদ ইসলামের দাবি: স্বাধীনতার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম

কোয়াড্রপল সেঞ্চুরিতে যে রেকর্ডে নাম লেখালেন ভারতের যশবর্ধন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

কোয়াড্রপল সেঞ্চুরিতে যে রেকর্ডে নাম লেখালেন ভারতের যশবর্ধন।

৪৬টি বাউন্ডারির সঙ্গে ১২টি ওভার বাউন্ডারি, শুধু বাউন্ডারির সংখ্যা হিসেব করলেই পঞ্চাশেরও বেশি। ৪৬৩ বল খেলে করেছেন ৪২৬ রান, এও কি সম্ভব? ভারতের অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে এমনই এক কীর্তি গড়েছেন যশবর্ধন দালাল।

এমন ইনিংস কী ভোলা যায়? আন্তর্জাতিক টেস্ট ম্যাচে কোয়াড্রপল সেঞ্চুরি করেছিলেন ব্রায়ান লারা। সেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। যশবর্ধন যে কীর্তি গড়েছেন, তা যদি কোনও আন্তর্জাতিক ম্যাচে হতো, তাহলে তো খোদ লারাকেই ছাড়িয়ে যেতেন তিনি।

 

ব্রায়ান লারার থেকে এও বা কম কিসে? ৪২৬ রান তো আর মুখের কথা নয়। শনিবার (৯ নভেম্বর) ভারতের বয়সভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে ইনিংসটি খেলেন এই হরিয়ানা ওপেনার। 
 
 
সিকে নাইডু ট্রফি ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম শ্রেণির শীর্ষ প্রতিযোগিতা। টুর্নামেন্টের ৫১ বছরের ইতিহাসে যশবর্ধনের ৪২৬-ই প্রথম কোয়াড্রপল সেঞ্চুরির ঘটনা। এর আগে সর্বোচ্চ রান ছিল গত মৌসুমে সৌরাষ্ট্রের বিপক্ষে উত্তর প্রদেশের ব্যাটসম্যান সামির রিজভীর, ২৬৬ বলে ৩১২ রান। 
 
ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, হরিয়ানার গুরুগ্রাম ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বড় জুটি গড়েন হরিয়ানার দুই ওপেনার। যশবর্ধন ও অর্শ রাঙ্গার উদ্বোধনী জুটিতে আসে ৪১০ রান, যেখানে রাঙ্গার অবদান ১৫১। ওই সময় ২৪৩ রানে অপরাজিত থাকা যশবর্ধন পরে ৪০০ রানের মাইলফলকও টপকে যান। হরিয়ানার রান দাঁড়ায় ৮ উইকেটে ৭৩২। 
 
 
যশবর্ধন এবারই প্রথম নন, এর আগে অনূর্ধ্ব-১৬ লিগে বড় ইনিংস খেলে সবার দৃষ্টি কেড়েছিলেন তিনি। ২০১১ সারের ডিসেম্বরে হরিয়ানা ক্রিকেট একাডেমির হয়ে খেলেছিলেন ২৩৭ রানের দারুণ এক ইনিংস। সিকে ট্রফিতে এর আগে সামির রিজভীর করা ২৬৬ বলে ৩১২ রানই ছিল এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত। 
 
পেশাদার ক্রিকেটে ১১২ ম্যাচে ৫৮.৫৩ গড়ে যশবর্ধনের মোট রান ৪ হাজার ৬৮২। এছাড়া তার নামের পাশে রয়েছে ৬৫ উইকেট। ২৮ হাফ-সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১১টি সেঞ্চুরি।   

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
৭২ বার পড়া হয়েছে

কোয়াড্রপল সেঞ্চুরিতে যে রেকর্ডে নাম লেখালেন ভারতের যশবর্ধন

আপডেট সময় ০৫:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

কোয়াড্রপল সেঞ্চুরিতে যে রেকর্ডে নাম লেখালেন ভারতের যশবর্ধন।

৪৬টি বাউন্ডারির সঙ্গে ১২টি ওভার বাউন্ডারি, শুধু বাউন্ডারির সংখ্যা হিসেব করলেই পঞ্চাশেরও বেশি। ৪৬৩ বল খেলে করেছেন ৪২৬ রান, এও কি সম্ভব? ভারতের অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে এমনই এক কীর্তি গড়েছেন যশবর্ধন দালাল।

এমন ইনিংস কী ভোলা যায়? আন্তর্জাতিক টেস্ট ম্যাচে কোয়াড্রপল সেঞ্চুরি করেছিলেন ব্রায়ান লারা। সেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। যশবর্ধন যে কীর্তি গড়েছেন, তা যদি কোনও আন্তর্জাতিক ম্যাচে হতো, তাহলে তো খোদ লারাকেই ছাড়িয়ে যেতেন তিনি।

 

ব্রায়ান লারার থেকে এও বা কম কিসে? ৪২৬ রান তো আর মুখের কথা নয়। শনিবার (৯ নভেম্বর) ভারতের বয়সভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে ইনিংসটি খেলেন এই হরিয়ানা ওপেনার। 
 
 
সিকে নাইডু ট্রফি ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম শ্রেণির শীর্ষ প্রতিযোগিতা। টুর্নামেন্টের ৫১ বছরের ইতিহাসে যশবর্ধনের ৪২৬-ই প্রথম কোয়াড্রপল সেঞ্চুরির ঘটনা। এর আগে সর্বোচ্চ রান ছিল গত মৌসুমে সৌরাষ্ট্রের বিপক্ষে উত্তর প্রদেশের ব্যাটসম্যান সামির রিজভীর, ২৬৬ বলে ৩১২ রান। 
 
ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, হরিয়ানার গুরুগ্রাম ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বড় জুটি গড়েন হরিয়ানার দুই ওপেনার। যশবর্ধন ও অর্শ রাঙ্গার উদ্বোধনী জুটিতে আসে ৪১০ রান, যেখানে রাঙ্গার অবদান ১৫১। ওই সময় ২৪৩ রানে অপরাজিত থাকা যশবর্ধন পরে ৪০০ রানের মাইলফলকও টপকে যান। হরিয়ানার রান দাঁড়ায় ৮ উইকেটে ৭৩২। 
 
 
যশবর্ধন এবারই প্রথম নন, এর আগে অনূর্ধ্ব-১৬ লিগে বড় ইনিংস খেলে সবার দৃষ্টি কেড়েছিলেন তিনি। ২০১১ সারের ডিসেম্বরে হরিয়ানা ক্রিকেট একাডেমির হয়ে খেলেছিলেন ২৩৭ রানের দারুণ এক ইনিংস। সিকে ট্রফিতে এর আগে সামির রিজভীর করা ২৬৬ বলে ৩১২ রানই ছিল এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত। 
 
পেশাদার ক্রিকেটে ১১২ ম্যাচে ৫৮.৫৩ গড়ে যশবর্ধনের মোট রান ৪ হাজার ৬৮২। এছাড়া তার নামের পাশে রয়েছে ৬৫ উইকেট। ২৮ হাফ-সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১১টি সেঞ্চুরি।