ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনের মনোনয়ন ফরম উত্তোলন Logo সিইসির সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক সম্পন্ন, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা Logo নজরুল সমাধিসৌধে ওসমান হাদির পাশাপাশি যেসব বিশিষ্টজন শায়িত Logo সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন

ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে: সালাহউদ্দিন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে: সালাহউদ্দিন।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেয় বিএনপি। বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি বিভিন্ন পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা গণ-ঐক্যে রূপান্তর করে সেটাকে আমরা যেন রাজনৈতিক সংস্কৃতিতে চর্চা করতে পারি এবং সেই ঐক্য ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।


তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আহ্বানে আমরা বৈঠক অংশ নিয়েছি। রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আমাদের পরামর্শ তুলে ধরেছি। যেসব মতামত দেয়া প্রয়োজন, আমরা দিয়েছি।’

ঘোষণাপত্রের বিষয়ে কোনো পরামর্শ ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন। আমরা প্রশ্ন করেছি জুলাই গণ-অভ্যুত্থানের সাড়ে পাঁচ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন আছে কি না, যদি থাকে তার রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী, সেগুলো নির্ধারণ করতে হবে।’

সালাহউদ্দিন বলেন, ‘এ ঘোষণাপত্রকে কেন্দ্র করে যাতে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, অবশ্যই আমরা সেটাকে সম্মান করি। কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যাতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি, তারা যেন সেদিকে নজর রাখেন এবং পদক্ষেপ নেন। জাতীয় ঐক্যের মধ্যে কোনো ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়।’

ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান কী ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি। রাজনৈতিক দলিল প্রণয়নসহ ইত্যাদি বিষয়ে কথা বলেছি।’
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
১২১ বার পড়া হয়েছে

ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে: সালাহউদ্দিন

আপডেট সময় ১০:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে: সালাহউদ্দিন।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেয় বিএনপি। বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি বিভিন্ন পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা গণ-ঐক্যে রূপান্তর করে সেটাকে আমরা যেন রাজনৈতিক সংস্কৃতিতে চর্চা করতে পারি এবং সেই ঐক্য ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।


তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আহ্বানে আমরা বৈঠক অংশ নিয়েছি। রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আমাদের পরামর্শ তুলে ধরেছি। যেসব মতামত দেয়া প্রয়োজন, আমরা দিয়েছি।’

ঘোষণাপত্রের বিষয়ে কোনো পরামর্শ ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন। আমরা প্রশ্ন করেছি জুলাই গণ-অভ্যুত্থানের সাড়ে পাঁচ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন আছে কি না, যদি থাকে তার রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী, সেগুলো নির্ধারণ করতে হবে।’

সালাহউদ্দিন বলেন, ‘এ ঘোষণাপত্রকে কেন্দ্র করে যাতে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, অবশ্যই আমরা সেটাকে সম্মান করি। কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যাতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি, তারা যেন সেদিকে নজর রাখেন এবং পদক্ষেপ নেন। জাতীয় ঐক্যের মধ্যে কোনো ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়।’

ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান কী ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি। রাজনৈতিক দলিল প্রণয়নসহ ইত্যাদি বিষয়ে কথা বলেছি।’