ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে

চট্টগ্রাম মাতাবেন জেমস

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

চট্টগ্রাম মাতাবেন জেমস।

মাসব্যাপী ফুল উৎসবের ‘গালা নাইট’ কনসার্ট হবে চট্টগ্রামে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ কনসার্টের অন্যতম আকর্ষণ নগর বাউল। এদিন সন্ধ্যায় গানে গানে উৎসব রঙিন করে তুলবেন জেমস। পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও সাতটি ব্যান্ড। গত ৪ জানুয়ারি থেকে ডিসি পার্কে শুরু হয়েছে ফুল উৎসব। সমাপণী অনুষ্ঠান উপলক্ষে এ কনসার্ট হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এসব তথ্য তুলে ধরেন।


চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত।


জানা গেছে, স্টেডিয়ামের ভেতরে স্টল ও ভ্রাম্যমাণ শৌচাগারের ব্যবস্থা রাখা হবে। যাতে দর্শকদের কোনো সমস্যা না হয়। এ ছাড়া কাজীর দেউড়ি মোড়ে একটি এলইডি স্ক্রিনের ব্যবস্থা থাকবে। যাতে স্টেডিয়ামের বাইরে থাকা লোকজন অনুষ্ঠান উপভোগ করতে পারেন। মাঠে টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা আর গ্যালারিতে ৩০০ টাকা। টিকিটের তথ্য জেলা প্রশাসনের ফেসবুক পেজে রয়েছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘গালা নাইট কনসার্টে নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, সোলস, আর্টসেল, শিরোনামহীন, তীরন্দাজ, লালন, অ্যাভয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ গান পরিবেশন করবে।’
 

তিনি আরও বলেন, ‘এম এ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এর মধ্যে ১৫ হাজার মাঠে ও ২০ হাজার দর্শক গ্যালারিতে থাকবেন।’

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অবস্থিত ডিসি পার্কে শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয় ফুল উৎসব।
উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির এক লাখেরও বেশি ফুলের প্রদর্শনী রয়েছে উৎসবে। আছে ভাসমান ফুলের বাগান, দৃষ্টিনন্দন পানির ফোয়ারা এবং ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।

২০২৩ সাল থেকে এ নিয়ে তৃতীয়বারের মত শুরু হলো ফুল উৎসব। 
 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
১১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মাতাবেন জেমস

আপডেট সময় ০৮:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রাম মাতাবেন জেমস।

মাসব্যাপী ফুল উৎসবের ‘গালা নাইট’ কনসার্ট হবে চট্টগ্রামে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ কনসার্টের অন্যতম আকর্ষণ নগর বাউল। এদিন সন্ধ্যায় গানে গানে উৎসব রঙিন করে তুলবেন জেমস। পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও সাতটি ব্যান্ড। গত ৪ জানুয়ারি থেকে ডিসি পার্কে শুরু হয়েছে ফুল উৎসব। সমাপণী অনুষ্ঠান উপলক্ষে এ কনসার্ট হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এসব তথ্য তুলে ধরেন।


চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত।


জানা গেছে, স্টেডিয়ামের ভেতরে স্টল ও ভ্রাম্যমাণ শৌচাগারের ব্যবস্থা রাখা হবে। যাতে দর্শকদের কোনো সমস্যা না হয়। এ ছাড়া কাজীর দেউড়ি মোড়ে একটি এলইডি স্ক্রিনের ব্যবস্থা থাকবে। যাতে স্টেডিয়ামের বাইরে থাকা লোকজন অনুষ্ঠান উপভোগ করতে পারেন। মাঠে টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা আর গ্যালারিতে ৩০০ টাকা। টিকিটের তথ্য জেলা প্রশাসনের ফেসবুক পেজে রয়েছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘গালা নাইট কনসার্টে নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, সোলস, আর্টসেল, শিরোনামহীন, তীরন্দাজ, লালন, অ্যাভয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ গান পরিবেশন করবে।’
 

তিনি আরও বলেন, ‘এম এ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এর মধ্যে ১৫ হাজার মাঠে ও ২০ হাজার দর্শক গ্যালারিতে থাকবেন।’

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অবস্থিত ডিসি পার্কে শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয় ফুল উৎসব।
উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির এক লাখেরও বেশি ফুলের প্রদর্শনী রয়েছে উৎসবে। আছে ভাসমান ফুলের বাগান, দৃষ্টিনন্দন পানির ফোয়ারা এবং ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।

২০২৩ সাল থেকে এ নিয়ে তৃতীয়বারের মত শুরু হলো ফুল উৎসব।