ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাত-পা অতিরিক্ত ঘামে? জেনে নিন এর কারণ ও প্রতিকার Logo পূর্ব কঙ্গোর গির্জায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ২১ জন Logo চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকাল রাতুল আর নেই Logo গ্রিসে ইসরায়েলি পর্যটকের কানে হামলা, অভিযুক্ত সিরীয় নাগরিক Logo ‘জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি চলমান সংগ্রাম’ Logo দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল Logo গাজার কিছু অঞ্চলে ১০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল Logo নাহিদ ইসলামের দাবি: স্বাধীনতার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিষয়টি তদন্তে চার মাস আগে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ও শিক্ষার পরিবেশ নষ্টের প্রমাণ পায়। এ কারণে রোববার একটি সভা ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। সেটাই আজ একাডেমিক কাউন্সিলের সভায় জানানো হয়।

উল্লেখ্য, গত দুই মাসে কোটা সংস্কার আন্দোলনের ‘বিপক্ষে অবস্থান নেয়াসহ বিভিন্ন অভিযোগে দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপক্ষে ৮৬ জন চিকিৎসক ও ১৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

এসব প্রতিষ্ঠানের অফিস আদেশ অনুযায়ী, চিকিৎসকদের মধ্যে পাঁচজন অধ্যাপক, তিনজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক এবং ৪১ জন ইন্টার্ন রয়েছেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের জন্য ইন্টার্নশিপ ও একাডেমিক কার্যক্রম স্থগিত, হল থেকে বহিষ্কার, এমনকি মেডিকেল সার্টিফিকেট বাতিলের সুপারিশের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে এই ২২২ জন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 
  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
৮২ বার পড়া হয়েছে

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট সময় ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিষয়টি তদন্তে চার মাস আগে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ও শিক্ষার পরিবেশ নষ্টের প্রমাণ পায়। এ কারণে রোববার একটি সভা ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। সেটাই আজ একাডেমিক কাউন্সিলের সভায় জানানো হয়।

উল্লেখ্য, গত দুই মাসে কোটা সংস্কার আন্দোলনের ‘বিপক্ষে অবস্থান নেয়াসহ বিভিন্ন অভিযোগে দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপক্ষে ৮৬ জন চিকিৎসক ও ১৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

এসব প্রতিষ্ঠানের অফিস আদেশ অনুযায়ী, চিকিৎসকদের মধ্যে পাঁচজন অধ্যাপক, তিনজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক এবং ৪১ জন ইন্টার্ন রয়েছেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের জন্য ইন্টার্নশিপ ও একাডেমিক কার্যক্রম স্থগিত, হল থেকে বহিষ্কার, এমনকি মেডিকেল সার্টিফিকেট বাতিলের সুপারিশের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে এই ২২২ জন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।