ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফেসবুক-ইনস্টাগ্রামেও নিষেধাজ্ঞা, নতুন ফিল্টার চালু আফগানিস্তানে Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিষয়টি তদন্তে চার মাস আগে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ও শিক্ষার পরিবেশ নষ্টের প্রমাণ পায়। এ কারণে রোববার একটি সভা ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। সেটাই আজ একাডেমিক কাউন্সিলের সভায় জানানো হয়।

উল্লেখ্য, গত দুই মাসে কোটা সংস্কার আন্দোলনের ‘বিপক্ষে অবস্থান নেয়াসহ বিভিন্ন অভিযোগে দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপক্ষে ৮৬ জন চিকিৎসক ও ১৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

এসব প্রতিষ্ঠানের অফিস আদেশ অনুযায়ী, চিকিৎসকদের মধ্যে পাঁচজন অধ্যাপক, তিনজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক এবং ৪১ জন ইন্টার্ন রয়েছেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের জন্য ইন্টার্নশিপ ও একাডেমিক কার্যক্রম স্থগিত, হল থেকে বহিষ্কার, এমনকি মেডিকেল সার্টিফিকেট বাতিলের সুপারিশের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে এই ২২২ জন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 
  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
১১০ বার পড়া হয়েছে

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট সময় ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিষয়টি তদন্তে চার মাস আগে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ও শিক্ষার পরিবেশ নষ্টের প্রমাণ পায়। এ কারণে রোববার একটি সভা ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। সেটাই আজ একাডেমিক কাউন্সিলের সভায় জানানো হয়।

উল্লেখ্য, গত দুই মাসে কোটা সংস্কার আন্দোলনের ‘বিপক্ষে অবস্থান নেয়াসহ বিভিন্ন অভিযোগে দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপক্ষে ৮৬ জন চিকিৎসক ও ১৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

এসব প্রতিষ্ঠানের অফিস আদেশ অনুযায়ী, চিকিৎসকদের মধ্যে পাঁচজন অধ্যাপক, তিনজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক এবং ৪১ জন ইন্টার্ন রয়েছেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের জন্য ইন্টার্নশিপ ও একাডেমিক কার্যক্রম স্থগিত, হল থেকে বহিষ্কার, এমনকি মেডিকেল সার্টিফিকেট বাতিলের সুপারিশের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে এই ২২২ জন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।