ব্রেকিং নিউজ :
চাকসু নির্বাচনে খালেদা জিয়া হলে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত পূর্ণিমা রাধে
গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচন ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ হলে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে পূর্ণিমা রাধে বিজয়ী হয়েছেন।
পূর্ণিমা রাধে হল সংসদ নির্বাচনে বেলট নম্বর ১ ও প্রতীক “১ ডলার” নিয়ে অংশ গ্রহণ করেছিলেন।
তিনি তার বিজয়কে বিশ্ববিদ্যালয় সমিতি ও ভোটদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বীকার করেছেন। তার দাবি, এই পদের মাধ্যমে তিনি সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে চান।
এর আগে জানা গেছে, চাকসু ফলাফল ঘোষণায় সহ-সভাপতি (ভিপি) পদে ইব্রাহীম হোসেন রনি ও সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আজকের নির্বাচনে বিভিন্ন পদে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে ভোটগ্রহণ হয়েছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live খালেদা জিয়া হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন