ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সোশ্যাল মিডিয়া

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সোশ্যাল মিডিয়া।

‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ এটি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে।

সিনেমায় সংলাপটি আনোয়ার হোসেন ও বাপ্পারাজের ছিল। আর হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। ছবিটিতে আরেকজন অভিনেতা ছিলেন অমিত হাসান।


সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

 
তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পর্দায় বাজতে থাকে।

দীর্ঘদিন পর এ সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। তবে ঠিক কী কারণে এ সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো, তা স্পষ্ট নয়। প্রেমিকার বিয়ে হয়ে গেলে যে প্রেমিক যে কষ্টের মধ্য দিয়ে যায়, তা–ই বোঝানো হয়েছে।
 

২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ ছবির পরিচালক ইফতেখার জাহান। আর ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
১৪২ বার পড়া হয়েছে

‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সোশ্যাল মিডিয়া

আপডেট সময় ০৯:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সোশ্যাল মিডিয়া।

‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ এটি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে।

সিনেমায় সংলাপটি আনোয়ার হোসেন ও বাপ্পারাজের ছিল। আর হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। ছবিটিতে আরেকজন অভিনেতা ছিলেন অমিত হাসান।


সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

 
তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পর্দায় বাজতে থাকে।

দীর্ঘদিন পর এ সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। তবে ঠিক কী কারণে এ সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো, তা স্পষ্ট নয়। প্রেমিকার বিয়ে হয়ে গেলে যে প্রেমিক যে কষ্টের মধ্য দিয়ে যায়, তা–ই বোঝানো হয়েছে।
 

২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ ছবির পরিচালক ইফতেখার জাহান। আর ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।