চিকিৎসককে মারপিট, অভিযুক্ত মোত্তাকিনকে ধরতে পারেনি পুলিশ
চিকিৎসককে মারপিট, অভিযুক্ত মোত্তাকিনকে ধরতে পারেনি পুলিশ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহীন জোয়ার্দারের ওপর হামলার ঘটনার ৭ দিন পার হলেও মূলহোতা ইন্টার্ন নার্স মোত্তাকিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ফুঁসে উঠেছে চিকিৎসক সমাজ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাব চত্বরে ফরিদপুরের সর্বস্তরের চিকিৎসকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। কর্মসূচি শেষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. সানিয়াত জামান। এসময় হামলার মূলহোতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান চিকিৎসক নেতারা।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবির, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) মো. ফারুক আহমেদ, ডা. সানিয়াত জামান (বার্ণ ও প্লাস্টিক সার্জারি) প্রমুখ।
এ ঘটনায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তিন জনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত মোত্তাকিনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির বলেন, ‘হামলার শিকার হয়ে গুরুতর আহত ডা. শাহিন জোয়ার্দার উন্নত চিকিৎসার জন্য ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন। মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অনতিবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহৎ কর্মসূচির ডাক দেয়া হবে।’
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা বলেন, ‘আমরা নিরাপদ কর্মস্থল চাই। হাসপাতালে তার ওপর যেভাবে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে, এর চেয়ে ন্যাক্কারজনক কিছু নেই। এ ঘটনায় মামলা করলেও প্রধান যে আসামি সে এখনও ধরা পড়ে নাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।