জকসু নির্বাচন: ২৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ২৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট, যা ছাত্রদল সমর্থিত প্রার্থী একে এম রাকিবের চেয়ে ১২৮ ভোট বেশি। রাকিবের প্রাপ্ত ভোট ২ হাজার ৬৯১।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জকসুর মোট ৩৯ কেন্দ্রের মধ্যে ২৩ কেন্দ্রের ফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
প্রকাশিত ফল অনুযায়ী, জিএস ও এজিএস পদেও মোট ভোটে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৯৮২ ভোট, বিপরীতে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ২ হাজার ৬৫৯ ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৩৬০ ভোট।
নির্বাচনের ফল ঘোষণার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ তীব্র। এর আগে ঘোষিত প্রথম ২২ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব।
দীর্ঘ ৩৮ বছর পর মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৪৫ জন। বিকেল ৩টায় নির্ধারিত সময় শেষ হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চালু রাখা হয়। পরে ব্যালট বাক্সগুলো বিভিন্ন কেন্দ্র থেকে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, হল সংসদ নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে তিন ঘণ্টা পর কারিগরি সমস্যার কারণে তা সাময়িকভাবে বন্ধ থাকে। পরে পুনরায় ভোট গণনা কার্যক্রম শুরু হয়।



















