ব্রেকিং নিউজ :
জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে চাই: জামায়াত আমির
ন্যায় ও ইনসাফনির্ভর রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জনগণের মালিক নই, বরং জনগণের সেবক হতে চাই।”
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানায় আয়োজিত এক পথসভায় তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গড়তে চায়, যেখানে জাত, বর্ণ ও ধর্মের ভেদাভেদ থাকবে না।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “অনেকে ক্ষমতায় যাওয়ার আগে বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি ভুলে যান। বরং তারা জনগণের সম্পদে হস্তক্ষেপ করেন।”
তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।