ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর, সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না সাকিব আল হাসান। তাতে প্রশ্ন উঠেছিল জাতীয় দলে তার ফেরা নিয়ে।

তবে সে সংশয় কাটিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগার অলরাউন্ডার লাল-সবুজ জার্সিতে ফেরার বিষয়ে কথা বলেছেন।

 

গত সেপ্টেম্বর-অক্টোবরে সবশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল সাকিবকে। ইচ্ছে পোষণ করেছিলেন ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ইতি টানবেন। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশে আসা হয়নি তার। তাতে কানপুরে ভারতের বিপক্ষে খেলা ম্যাচটিই টেস্টে তার শেষ হয়ে থাকল।
 
 
এর আগে বিদায় নিয়েছিলেন টি-টোয়েন্টি থেকে। কিন্তু প্রশ্ন উঠেছিল, সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে না থাকায়। তবে কি জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না সাকিবকে?
 
এবার বিষয়টি নিয়ে ৩৭ বছর বয়সি ক্রিকেটার নিজেই মুখ খুলেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বুধবার আবুধাবি টি-টেন লিগের ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো ‘প্রেস মিট’। সেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন সাকিবও। সেখানে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারব?’

জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ‘এই টুর্নামেন্টের পরেই।’
 
অর্থাৎ টি-টেন শেষে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দিতে পারেন ক্যারিবিয়ান দ্বীপে। যেখানে দুই টেস্টের পর সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শান্ত বাহিনী। টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোয় আপাতত ওয়ানডে দলের ভাবনাতেই থাকবেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরু হয়ে শেষ হবে ১২ ডিসেম্বর। ২ ডিসেম্বর টি-টেনের চলতি আসর শেষ হওয়ায়, জাতীয় দলের যোগ দিতে কোনো সমস্যা হবে না সাকিবের।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
১৮৫ বার পড়া হয়েছে

জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব

আপডেট সময় ০৭:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর, সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না সাকিব আল হাসান। তাতে প্রশ্ন উঠেছিল জাতীয় দলে তার ফেরা নিয়ে।

তবে সে সংশয় কাটিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগার অলরাউন্ডার লাল-সবুজ জার্সিতে ফেরার বিষয়ে কথা বলেছেন।

 

গত সেপ্টেম্বর-অক্টোবরে সবশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল সাকিবকে। ইচ্ছে পোষণ করেছিলেন ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ইতি টানবেন। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশে আসা হয়নি তার। তাতে কানপুরে ভারতের বিপক্ষে খেলা ম্যাচটিই টেস্টে তার শেষ হয়ে থাকল।
 
 
এর আগে বিদায় নিয়েছিলেন টি-টোয়েন্টি থেকে। কিন্তু প্রশ্ন উঠেছিল, সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে না থাকায়। তবে কি জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না সাকিবকে?
 
এবার বিষয়টি নিয়ে ৩৭ বছর বয়সি ক্রিকেটার নিজেই মুখ খুলেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বুধবার আবুধাবি টি-টেন লিগের ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো ‘প্রেস মিট’। সেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন সাকিবও। সেখানে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারব?’

জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ‘এই টুর্নামেন্টের পরেই।’
 
অর্থাৎ টি-টেন শেষে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দিতে পারেন ক্যারিবিয়ান দ্বীপে। যেখানে দুই টেস্টের পর সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শান্ত বাহিনী। টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোয় আপাতত ওয়ানডে দলের ভাবনাতেই থাকবেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরু হয়ে শেষ হবে ১২ ডিসেম্বর। ২ ডিসেম্বর টি-টেনের চলতি আসর শেষ হওয়ায়, জাতীয় দলের যোগ দিতে কোনো সমস্যা হবে না সাকিবের।