ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পূর্ব কঙ্গোর গির্জায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ২১ জন Logo চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকাল রাতুল আর নেই Logo গ্রিসে ইসরায়েলি পর্যটকের কানে হামলা, অভিযুক্ত সিরীয় নাগরিক Logo ‘জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি চলমান সংগ্রাম’ Logo দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল Logo গাজার কিছু অঞ্চলে ১০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল Logo নাহিদ ইসলামের দাবি: স্বাধীনতার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম

জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর, সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না সাকিব আল হাসান। তাতে প্রশ্ন উঠেছিল জাতীয় দলে তার ফেরা নিয়ে।

তবে সে সংশয় কাটিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগার অলরাউন্ডার লাল-সবুজ জার্সিতে ফেরার বিষয়ে কথা বলেছেন।

 

গত সেপ্টেম্বর-অক্টোবরে সবশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল সাকিবকে। ইচ্ছে পোষণ করেছিলেন ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ইতি টানবেন। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশে আসা হয়নি তার। তাতে কানপুরে ভারতের বিপক্ষে খেলা ম্যাচটিই টেস্টে তার শেষ হয়ে থাকল।
 
 
এর আগে বিদায় নিয়েছিলেন টি-টোয়েন্টি থেকে। কিন্তু প্রশ্ন উঠেছিল, সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে না থাকায়। তবে কি জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না সাকিবকে?
 
এবার বিষয়টি নিয়ে ৩৭ বছর বয়সি ক্রিকেটার নিজেই মুখ খুলেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বুধবার আবুধাবি টি-টেন লিগের ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো ‘প্রেস মিট’। সেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন সাকিবও। সেখানে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারব?’

জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ‘এই টুর্নামেন্টের পরেই।’
 
অর্থাৎ টি-টেন শেষে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দিতে পারেন ক্যারিবিয়ান দ্বীপে। যেখানে দুই টেস্টের পর সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শান্ত বাহিনী। টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোয় আপাতত ওয়ানডে দলের ভাবনাতেই থাকবেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরু হয়ে শেষ হবে ১২ ডিসেম্বর। ২ ডিসেম্বর টি-টেনের চলতি আসর শেষ হওয়ায়, জাতীয় দলের যোগ দিতে কোনো সমস্যা হবে না সাকিবের।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
১২৫ বার পড়া হয়েছে

জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব

আপডেট সময় ০৭:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর, সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না সাকিব আল হাসান। তাতে প্রশ্ন উঠেছিল জাতীয় দলে তার ফেরা নিয়ে।

তবে সে সংশয় কাটিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগার অলরাউন্ডার লাল-সবুজ জার্সিতে ফেরার বিষয়ে কথা বলেছেন।

 

গত সেপ্টেম্বর-অক্টোবরে সবশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল সাকিবকে। ইচ্ছে পোষণ করেছিলেন ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ইতি টানবেন। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশে আসা হয়নি তার। তাতে কানপুরে ভারতের বিপক্ষে খেলা ম্যাচটিই টেস্টে তার শেষ হয়ে থাকল।
 
 
এর আগে বিদায় নিয়েছিলেন টি-টোয়েন্টি থেকে। কিন্তু প্রশ্ন উঠেছিল, সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে না থাকায়। তবে কি জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না সাকিবকে?
 
এবার বিষয়টি নিয়ে ৩৭ বছর বয়সি ক্রিকেটার নিজেই মুখ খুলেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বুধবার আবুধাবি টি-টেন লিগের ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো ‘প্রেস মিট’। সেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন সাকিবও। সেখানে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারব?’

জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ‘এই টুর্নামেন্টের পরেই।’
 
অর্থাৎ টি-টেন শেষে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দিতে পারেন ক্যারিবিয়ান দ্বীপে। যেখানে দুই টেস্টের পর সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শান্ত বাহিনী। টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোয় আপাতত ওয়ানডে দলের ভাবনাতেই থাকবেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরু হয়ে শেষ হবে ১২ ডিসেম্বর। ২ ডিসেম্বর টি-টেনের চলতি আসর শেষ হওয়ায়, জাতীয় দলের যোগ দিতে কোনো সমস্যা হবে না সাকিবের।