জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
সুনামগঞ্জ প্রতিনিধি: ২০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বুধবার বেলা ৩ টায় সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন ২০ হাজার টাকা মুচলেকায় সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এই এমপির জামিন মঞ্জুর করেন।
আসামীপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এম এ মান্নানকে মামলায় আসামি করা হয়েছে। বয়স ও অসুস্থ বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন। আমরা সুবিচার পেয়েছি।
এর আগে বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়। অস্বাভাবিক প্রক্রিয়ায় জামিন শুনানী হচ্ছে দাবি করে শুনানি বর্জন করেন বাদীপক্ষের আইনজীবীরা। তারা শুনানির জন্য সময় আবেদন করেন। কিন্তু সময়ের আবেদন আমলে না নিয়ে শুনানি অনুষ্ঠিত হয় বলে দাবি বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম। এই রায়ের মাধ্যমে আদালতের স্বাভাবিক প্রক্রিয়া বিঘিœত হয়েছে।
তিনি বলেন, আদালতে জামিন না পেয়ে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ। এ জাতীয় মিস কেসের ক্ষেত্রে এক সপ্তাহ পরে শুনানির জন্য তারিখ দেওয়া হলেও এখানে অস্বাভাবিক প্রক্রিয়ায় শুনানির তারিখ দেওয়া হয়েছে। আদালতে আমরা এর প্রতিবাদ করেছি। এ সময় দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের ছাত্রজনতার মিছিলে হামলার মামলার ঘটনায় ১৯ সেপ্টম্বর শান্তিগঞ্জের নিজহ বাসা হিজলবাড়ী থেকে গ্রেফতার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এর আগে ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর পরিকল্পনা মন্ত্রী এম মান্নানসহ আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক, সাবেক এমপি মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনসহ ৯৯ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন দোয়ারাবাজার উপজেলা লক্ষ¥ীপুর ইউনিয়নের এরোয়াখাই মিছিলে আহত জহুর মিয়ার বড় ভাই হাফিজ আহম