ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশি বাধা, সাংবাদিকসহ আহত ৩৮ Logo সাম্য হত্যা: ঢাবিতে বৃহস্পতিবার শোক, আধাবেলা ক্লাস-পরীক্ষা স্থগিত Logo জুনের মধ্যে বিদেশি ঋণের সাড়ে তিন বিলিয়ন ডলার আসবে: গভর্নর Logo জৈন্তাপুরে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ Logo যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, মুজিববাদী বামদের মাফ নাই: উপদেষ্টা মাহফুজ Logo ভারত-পাকিস্তানের পরিস্থিতি দ্রুত শান্ত চান ট্রাম্প: হোয়াইট হাউজ Logo ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের Logo সিলেট সীমান্তের ওপারে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত Logo ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

টানা তিন শতকে টি-টোয়েন্টিতে তিলকের বিশ্বরেকর্ড

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

টানা তিন শতকে টি-টোয়েন্টিতে তিলকের বিশ্বরেকর্ড।

দক্ষিণ আফ্রিকার পর সৈয়দ মুশতাক আলী ট্রফি; টি-টোয়েন্টিতে টানা তিন শতক হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ব্যাটার তিলক বার্মা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন নজির নেই আর কোনো ব্যাটারের।

শনিবার (২৩ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হায়দরাবাদের হয়ে মাত্র ৬৭ বল খেলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিলক।

 

আগের দুই সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ম্যাচে। গত ১৩ ও ১৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত দুটি শতক হাঁকান তিনি। প্রোটিয়াদের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ দুই ম্যাচে ১০৭ ও ১২০ রানে অপরাজিত ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য ভূমিকায় চার ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছে ভারত।
 
সব মিলিয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটছে তিলকের। টানা তিন শতকে বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি ভারতীয় হিসেবেও আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন তিলকের। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল শ্রেয়াস আইয়ারের। ২০১৯ সালে মুশতাক আলী ট্রফিতেই মুম্বাইয়ের হয়ে সিকিমের বিপক্ষে ৫৫ বলে ১৪৭ করেছিলেন তিনি।
 
তবে, টি-টোয়েন্টিতে একের পর এক ঝলক দেখালেও রোববার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলামে দেখা যাবে না তিলককে। কারণ ৮ কোটি রুপির বিনিময়ে তাকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নরা রিটেইন না করলে হয়তো তাকে নিয়ে  ফ্র্যাঞ্জাইজিগুলোর মধ্যে নিলামে দেখা যেত হাড্ডাহাড্ডি লড়াই।
 
 

এদিকে তিলকের বিধ্বংসী ইনিংসের দিনে মুশতাক আলী ট্রফিতে ১৮০ রানের বিশাল জয় পেয়েছে হায়দরাবাদ। তাদের ২৪৮ রানের জবাব দিতে নেমে মাত্র ৬৯ রানে থেমেছে মেঘালয়।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৫৪ বার পড়া হয়েছে

টানা তিন শতকে টি-টোয়েন্টিতে তিলকের বিশ্বরেকর্ড

আপডেট সময় ০৫:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

টানা তিন শতকে টি-টোয়েন্টিতে তিলকের বিশ্বরেকর্ড।

দক্ষিণ আফ্রিকার পর সৈয়দ মুশতাক আলী ট্রফি; টি-টোয়েন্টিতে টানা তিন শতক হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ব্যাটার তিলক বার্মা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন নজির নেই আর কোনো ব্যাটারের।

শনিবার (২৩ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হায়দরাবাদের হয়ে মাত্র ৬৭ বল খেলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিলক।

 

আগের দুই সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ম্যাচে। গত ১৩ ও ১৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত দুটি শতক হাঁকান তিনি। প্রোটিয়াদের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ দুই ম্যাচে ১০৭ ও ১২০ রানে অপরাজিত ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য ভূমিকায় চার ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছে ভারত।
 
সব মিলিয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটছে তিলকের। টানা তিন শতকে বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি ভারতীয় হিসেবেও আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন তিলকের। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল শ্রেয়াস আইয়ারের। ২০১৯ সালে মুশতাক আলী ট্রফিতেই মুম্বাইয়ের হয়ে সিকিমের বিপক্ষে ৫৫ বলে ১৪৭ করেছিলেন তিনি।
 
তবে, টি-টোয়েন্টিতে একের পর এক ঝলক দেখালেও রোববার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলামে দেখা যাবে না তিলককে। কারণ ৮ কোটি রুপির বিনিময়ে তাকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নরা রিটেইন না করলে হয়তো তাকে নিয়ে  ফ্র্যাঞ্জাইজিগুলোর মধ্যে নিলামে দেখা যেত হাড্ডাহাড্ডি লড়াই।
 
 

এদিকে তিলকের বিধ্বংসী ইনিংসের দিনে মুশতাক আলী ট্রফিতে ১৮০ রানের বিশাল জয় পেয়েছে হায়দরাবাদ। তাদের ২৪৮ রানের জবাব দিতে নেমে মাত্র ৬৯ রানে থেমেছে মেঘালয়।