ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশি বাধা, সাংবাদিকসহ আহত ৩৮ Logo সাম্য হত্যা: ঢাবিতে বৃহস্পতিবার শোক, আধাবেলা ক্লাস-পরীক্ষা স্থগিত Logo জুনের মধ্যে বিদেশি ঋণের সাড়ে তিন বিলিয়ন ডলার আসবে: গভর্নর Logo জৈন্তাপুরে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ Logo যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, মুজিববাদী বামদের মাফ নাই: উপদেষ্টা মাহফুজ Logo ভারত-পাকিস্তানের পরিস্থিতি দ্রুত শান্ত চান ট্রাম্প: হোয়াইট হাউজ Logo ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের Logo সিলেট সীমান্তের ওপারে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত Logo ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

টুক করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন: হাসনাত

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

টুক করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন: হাসনাত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আপা (শেখ হাসিনা) কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছেন। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় আসতে হবে। টুক করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন।’

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ (সরকারি কলেজের বিপরীতে) প্রাঙ্গণে জেলার নাগরিক কমিটির আয়োজনে রাইজিং অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।


হাসনাত বলেন, ‘কাদের কাদের আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিলো আমাদের জানা আছে। কেউ কেউ আবার আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য দালালি করছেন। তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি-না, সেই চিন্তায় আছেন। কিন্তু আওয়ামী লীগের শাস্তির বিষয়ে আপনারা কিছু বলছেন না। আমাদের হাসিনা-আওয়ামী লীগ কিনতে পারে নাই। পার্লামেন্টে সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না।’


তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। দয়া করে ক্ষমতামুখী হবেন না। যারা ক্ষমতামুখী হয়েছেন, তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।’
 

এ সময় ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘চুয়াডাঙ্গায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। চুয়াডাঙ্গাতে কোনো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। আমাদের প্রত্যাশা থাকবে অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকারই আসুক, শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে তিনটা নির্বাচনে যে ভোট দিয়েছে সে ৩০/৪০টা করে দিয়েছে। আবার যে দিতে পারেনি, সে একটাও পারেনি। গত ১৬ বছর আপনাদের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। গণহত্যার কারণে ইতিহাসে খুনি শেখ হাসিনার নাম লেখা থাকবে।’

হাসনাত আব্দুল্লাহ পুলিশকে উদ্দেশ্য বলেন, ‘প্রশাসনের মধ্যে মাফিয়া তন্ত্র ছিলো। বিচার ব্যবস্থা গণভবন থেকে পরিচালিত হতো। আমরা প্রশাসনে সংস্কার চাই। আমরা দেখেছি ওসি, ইউএনও, ডিসি, এসপি, ডিআইজি ভোটের আগে রাতে বিক্রি হতেন। সব হারুণ না; সব বেনজীর না। আমরা আপনাদের ধারণ করতে চাই। হাসিনার পথকে আপনাদের অনুসরণ করার প্রয়োজন নেই। দালালি করলে হারুণ-বেনজীরের মতো পালাতে হবে। পুলিশ আমাদের ভাই, আপনাদের জনমুখী হতে হবে।’
 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে আসবে কী আসবে না, এই আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামানের বিচার করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার করতে হবে। তারপর আলোচনা হবে, আওয়ামী লীগ নির্বাচন করবে কী করবে না। আগে বিচার নিশ্চিতের জন্য রাজনৈতিক দল থেকে দাবি তুলুন। আওয়ামী লীগ আমাদের দেশের টাকা লুট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।’

তিনি আরও বলেন, ‘আপনার আমার রাজনৈতিক বিভাজন প্রয়োজন নেই। পরবর্তী বাংলাদেশ আমরা নির্মাণ করবো। আমাদের বিভক্তিতে ফ্যাসিস্টদের লাভ। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে আমাদের এক হয়ে থাকতে হবে।’
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্কের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাফফাতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা ফারুক এহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক বাবু খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, কুষ্টিয়া জেলা সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সদস্য এসএম আসরাফ সুইট প্রমুখ।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি চুয়াডাঙ্গা রাইজিং শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
৩২ বার পড়া হয়েছে

টুক করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন: হাসনাত

আপডেট সময় ০৮:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

টুক করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন: হাসনাত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আপা (শেখ হাসিনা) কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছেন। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় আসতে হবে। টুক করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন।’

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ (সরকারি কলেজের বিপরীতে) প্রাঙ্গণে জেলার নাগরিক কমিটির আয়োজনে রাইজিং অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।


হাসনাত বলেন, ‘কাদের কাদের আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিলো আমাদের জানা আছে। কেউ কেউ আবার আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য দালালি করছেন। তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি-না, সেই চিন্তায় আছেন। কিন্তু আওয়ামী লীগের শাস্তির বিষয়ে আপনারা কিছু বলছেন না। আমাদের হাসিনা-আওয়ামী লীগ কিনতে পারে নাই। পার্লামেন্টে সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না।’


তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। দয়া করে ক্ষমতামুখী হবেন না। যারা ক্ষমতামুখী হয়েছেন, তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।’
 

এ সময় ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘চুয়াডাঙ্গায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। চুয়াডাঙ্গাতে কোনো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। আমাদের প্রত্যাশা থাকবে অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকারই আসুক, শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে তিনটা নির্বাচনে যে ভোট দিয়েছে সে ৩০/৪০টা করে দিয়েছে। আবার যে দিতে পারেনি, সে একটাও পারেনি। গত ১৬ বছর আপনাদের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। গণহত্যার কারণে ইতিহাসে খুনি শেখ হাসিনার নাম লেখা থাকবে।’

হাসনাত আব্দুল্লাহ পুলিশকে উদ্দেশ্য বলেন, ‘প্রশাসনের মধ্যে মাফিয়া তন্ত্র ছিলো। বিচার ব্যবস্থা গণভবন থেকে পরিচালিত হতো। আমরা প্রশাসনে সংস্কার চাই। আমরা দেখেছি ওসি, ইউএনও, ডিসি, এসপি, ডিআইজি ভোটের আগে রাতে বিক্রি হতেন। সব হারুণ না; সব বেনজীর না। আমরা আপনাদের ধারণ করতে চাই। হাসিনার পথকে আপনাদের অনুসরণ করার প্রয়োজন নেই। দালালি করলে হারুণ-বেনজীরের মতো পালাতে হবে। পুলিশ আমাদের ভাই, আপনাদের জনমুখী হতে হবে।’
 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে আসবে কী আসবে না, এই আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামানের বিচার করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার করতে হবে। তারপর আলোচনা হবে, আওয়ামী লীগ নির্বাচন করবে কী করবে না। আগে বিচার নিশ্চিতের জন্য রাজনৈতিক দল থেকে দাবি তুলুন। আওয়ামী লীগ আমাদের দেশের টাকা লুট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।’

তিনি আরও বলেন, ‘আপনার আমার রাজনৈতিক বিভাজন প্রয়োজন নেই। পরবর্তী বাংলাদেশ আমরা নির্মাণ করবো। আমাদের বিভক্তিতে ফ্যাসিস্টদের লাভ। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে আমাদের এক হয়ে থাকতে হবে।’
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্কের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাফফাতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা ফারুক এহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক বাবু খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, কুষ্টিয়া জেলা সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সদস্য এসএম আসরাফ সুইট প্রমুখ।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি চুয়াডাঙ্গা রাইজিং শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।