ব্রেকিং নিউজ :
টেস্টে নতুন কীর্তি গড়লো ভারত
টেস্টে নতুন কীর্তি গড়লো ভারত
বেঙ্গালুরুতে চলছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক কামব্যাক করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়েও সেখান থেকে লিড পায় ভারত।
চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট হয়েছে ৪৬২ রানে। তবে দিনের শেষ বেলায় ৪ বলের বেশি খেলতে পারেনি নিউজিল্যান্ড। অবশ্য স্কোরবোর্ডে কোনও রানও জমা করতে পারেনি তারা। ম্যাচের শেষ দিনে কিউইদের জয়ের জন্য দরকার ১০৭ রান।
পঞ্চম দিনে ম্যাচের ফলাফল যাই হোক, এরইমাঝে টেস্ট ইতিহাসে ভিন্নরকম এক নজির স্থাপন করেছে ভারত। ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ১০০টি ছক্কা হাঁকিয়েছে টিম ইন্ডিয়া।
বাজবল তত্ত্ব ক্রিকেটে আসার পর থেকেই সাধা পোশাকে বেড়েছে আগ্রাসী ব্যাটিংয়ের রীতি। তবে এই রীতিটার সফল প্রয়োগ যেন দেখিয়েছে ভারতই। টেস্ট ইতিহাসে এক ক্যালেন্ডা ইয়ারে ১০০ ছক্কা পার করেছে তারা। এখনও পর্যন্ত চলতি বছরে টেস্ট ক্রিকেটে ১০৮টি ছক্কা হাঁকিয়েছে ভারত।
টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। ২০২২ সালে টেস্ট ক্রিকেটে ৮৯টি ছক্কা মেরেছিল ইংলিশরা। ২০২১ সালে ভারত মেরেছিল ৮৭টি ছক্কা। নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটে এক বছরে ৮১টি ছক্কা হাঁকিয়েছিল ২০১৪ সালে।
ছক্কার তালিকায় নাম তুলেছেন রিশভ পন্ত। কপিল দেবকে ছাপিয়ে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন পন্ত। ৬২ ম্যাচে ৬৪টি ছক্কা মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। টেস্ট ক্রিকেটে তিনি ছক্কা মেরেছেন ৯০টি। দুইয়ে আছেন রোহিত শর্মা, তার ছক্কা ৮৮টি। মহেন্দ্র সিং ধোনি ছক্কা মেরেছেন ৭৮টি।
কিন্তু বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ছক্কা মারার তালিকায় সবার উপরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। টেস্ট ক্রিকেটে ৯৩টি ছক্কা হাঁকিয়েছেন এই কিউই পেসার। বেঙ্গালুরুতেই নিজের ৬৫ রানের ইনিংস খেলতে গিয়ে হাঁকিয়েছেন ৪টি ছক্কা।