ডিভোর্স হয়নি বললেন মাহিয়া মাহি, ভক্তদের মধ্যে তৈরি হলো বিভ্রান্তি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি কিছুদিন আগে নিজেই তার বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে গেছে। নিজের ফেসবুক প্রোফাইলে রাকিব এবং তাদের সন্তান ফারিশকে নিয়ে দুটি ছবি প্রকাশ করেছেন মাহি। সেইসঙ্গে জানিয়ে দিয়েছেন—তাদের মধ্যে আসলে কোনো ডিভোর্স হয়নি।
বর্তমানে মাহি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বেশ কিছু সময় ধরে তিনি সেখানে থাকলেও, রাকিব বর্তমানে কোথায় আছেন, তা স্পষ্ট নয়। অনেকের মনে প্রশ্ন—যদি তারা আলাদা থাকেন, তবে হঠাৎ করে একসাথে তোলা ছবিগুলো পোস্ট করলেন কেন?
মাহি ব্যাখ্যা দিয়ে বলেন, ছবিগুলো ভারত সফরের সময় তোলা হয়েছিল, তখন প্রকাশ করা হয়নি। এখন অনেক মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে, যেমন উইকিপিডিয়ায় বলা হচ্ছে তারা ডিভোর্স করেছেন। তাই সেই বিভ্রান্তি দূর করতেই ছবি প্রকাশ করেছেন তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, “আমরা নিয়মিত যোগাযোগ রাখি। রাগের বশেই ডিভোর্সের কথা বলেছিলাম। বাস্তবে আমাদের আইনি বিচ্ছেদ হয়নি। পাসপোর্টেও লেখা আছে—‘ম্যারিড’, এবং স্বামীর নাম রাকিব সরকার।”
এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি বলেছিলেন, রাকিবের সঙ্গে তারা চেষ্টার পরেও একসাথে থাকতে পারেননি, তাই সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে রেখেছেন। সেই সময় রাকিবের প্রশংসাও করেন তিনি—তাকে একজন যত্নবান বাবা ও ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন।
২০১৬ সালে প্রথম স্বামী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। সেই সম্পর্ক পাঁচ বছর স্থায়ী হয়। এরপর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। দেড় বছর আগে তিনি ঘোষণা দেন, রাকিবের সঙ্গেও সম্পর্কের ইতি ঘটেছে।
তবে এখন মাহির এই নতুন বক্তব্যে তার ভক্ত-অনুরাগী এবং বিনোদন অঙ্গনের অনেকে দ্বিধায় পড়েছেন। অনেকেই বলছেন, মাহির বক্তব্যে সামঞ্জস্য নেই। আবার কেউ কেউ ধারণা করছেন, মাহি হয়তো যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন এবং সেই কারণেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন publicly-staged বক্তব্য দিয়েছেন।