ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বৈধতা পেল ইসির আপিলে
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে ইসির সিদ্ধান্তে তিনি আবারও প্রার্থী হিসেবে বৈধতা পান। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হয়েছিল।
গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচন কমিশন তাসনিম জারার মনোনয়ন বাতিলের ঘোষণা দেয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। শনিবার জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির প্রথম দিনেই শুনানি শেষে তার পক্ষে রায় আসে।
মনোনয়ন ফিরে পাওয়ার আগে তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি ফেসবুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদার বাসিন্দাদের উদ্দেশে নিজেকে এলাকার সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেন এবং দলীয় ব্যানারের বাইরে থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্তের কথা জানান।
এদিকে, প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৭০ জনের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। শুক্রবার পর্যন্ত ৭২৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। এর মধ্যে ৭৮ জন পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে চূড়ান্তভাবে ৬৪৫ জনের আপিল শুনানি গ্রহণ করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব আপিলের শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর প্রতীক চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।




















