তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই
রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের একটি খোলা গর্তে পড়ে নিহত হয়েছে শিশু সাজিদ। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের তথ্য অনুযায়ী, রাত ৯টা ৩৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলেও তার আগেই মৃত্যু হয়েছিল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনাটি ঘটে বুধবার দুপুরে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট এলাকায়। সাজিদ তার মা ও ভাইকে নিয়ে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢেকে রাখা ছিল, আর শিশুটির মা জানতেন না যে নিচেই রয়েছে একটি পরিত্যক্ত গভীর নলকূপের খোলা গর্ত। হাঁটার সময় হঠাৎই সাজিদ সেই গর্তে পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ বলে চিৎকার শুনে মা ফিরে তাকিয়ে শিশুটিকে খুঁজে পান না। খড় সরিয়ে দেখতে পান খোলা গর্তটি।
স্থানীয়দের ভাষ্য, গত বছর এলাকার একজন ব্যক্তি এখানে গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেছিলেন। কিন্তু ১২০ ফুট খননের পরও পানি না পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। পাইপটি খোলা অবস্থায় ফেলে রাখা হয় এবং পরিত্যক্ত গর্তটি বৃষ্টিতে আরও বড় হতে থাকে। কোনো সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

























