এনসিএল টি-টোয়েন্টিতে তারকা ঠাসা চট্টগ্রামকে পাত্তাই দিল না রংপুর। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের শুরুটা হলো একপেশে হার দিয়ে। বুধবার (১১ ডিসেম্বর) রংপুর বিভাগের কাছে ৫ উইকেটে হেরেছে তারা।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কোনোমতে ৯ উইকেট হারিয়ে ১৩২ রানের পুঁজি পায় বন্দরনগরীর দলটি। দীর্ঘদিন পর মাঠে নেমে ১০ বলে ১৩ রান করেই ফিরতে হয় তামিম ইকবালকে। একটি চার ও ছক্কা হাঁকান এই ওপেনার।
আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ১২ বলে করেন ১৪ রান। অধিনায়ক ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ১৯ বলে ১৮ রান। মুমিনুল হজ ২১ বল খেলে রেন ২৭ রান। রংপুরের হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ একাই শিকার করেন তিন উইকেট। আলাউদ্দিন বাবু নেন দুই উইকেট।
জবাব দিতে নেমে ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। যদিও এই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫টি উইকেট হারাতে হয়েছে আকবর আলীর দলকে।
চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ১৫ রান করে সাজঘরে ফিরলে দ্বিতীয় উইকেটে হাল ধরেন নাঈম ইসলাম ও তানবির হায়দার। নাঈম ১২ বলে ২৪ ও তানবির ৩৭ বলে ৪১ রান করে আউট হন।
এরপর আকবর আলীর ২৫, আরিফুক হকের অপরাজিত ১২ ও আলাউদ্দিন বাবুর অপরাজিত ১০ রানের ওপর ভর করে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর বিভাগ। চট্টগ্রামের পক্ষে হাসান মুরাদ শিকার করেন দুটি উইকেট।