ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এছাড়া অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ফোরামের নেতারা।

 

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন নেতারা।


আইন-আদালতে বদলি-পদায়ন ও নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগও করেন ফোরামের নেতাদের। তারা বলেন, বিচারবিভাগে এখনো সক্রিয় ফ্যাসিবাদের দোসররা। 


২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর একের পর এক মামলা হয় তার বিরুদ্ধে। যাবজ্জীবনসহ ৪ মামলায় সাজা দেন আদালত।
 
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে অন্তবর্তী সরকার কমিটি গঠন করলেও এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতেই ক্ষুব্ধ দলটির আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।’

লিখিত বক্তব্যে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি, নানা ক্ষেত্রে অসচ্ছতা, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপসহ নানা অভিযোগ তোলেন তিনি।

এসময় দলবাজ, দুর্নীতিবাজ বিচারপতিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবিও জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ ফোরামের নেতাসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
২৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এছাড়া অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ফোরামের নেতারা।

 

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন নেতারা।


আইন-আদালতে বদলি-পদায়ন ও নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগও করেন ফোরামের নেতাদের। তারা বলেন, বিচারবিভাগে এখনো সক্রিয় ফ্যাসিবাদের দোসররা। 


২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর একের পর এক মামলা হয় তার বিরুদ্ধে। যাবজ্জীবনসহ ৪ মামলায় সাজা দেন আদালত।
 
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে অন্তবর্তী সরকার কমিটি গঠন করলেও এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতেই ক্ষুব্ধ দলটির আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।’

লিখিত বক্তব্যে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি, নানা ক্ষেত্রে অসচ্ছতা, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপসহ নানা অভিযোগ তোলেন তিনি।

এসময় দলবাজ, দুর্নীতিবাজ বিচারপতিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবিও জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ ফোরামের নেতাসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।