ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক Logo যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট Logo বিএনপি সরকার হলে খেলোয়াড়দের জন্য ভাতা ও পেনশন চালুর প্রতিশ্রুতি দিলেন দুলু Logo ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বৈধতা পেল ইসির আপিলে Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে

তাহসান কি সত্যিই রাজনীতিতে নামছেন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে—তিনি নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন!

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান ঘোষণা দেন, তিনি গান থেকে বিরতি নিতে চান। কিন্তু বিষয়টি যেভাবে ছড়িয়ে পড়েছে, তা তার ধারণার বাইরে ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন,

“কনসার্টে যখন বলেছিলাম গান ছেড়ে দিচ্ছি, তখন উপস্থিত মানুষ খুব বেশি ছিল না। কিন্তু কথাটা সারা দেশে ছড়িয়ে গেছে। যেমনভাবে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে গিয়েছি, তেমনি সংগীত থেকেও কিছুটা বিরতি নিচ্ছি। আমি একটু আবেগপ্রবণ—সেই আবেগেই বলে ফেলেছিলাম।”

তার অবসরের ঘোষণা ছড়িয়ে পড়তেই নতুন গুঞ্জন তৈরি হয়—তাহসান নাকি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্টও দেখা যায় যেখানে তার ছবি সম্পাদনা করে রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত করা হয়।

এ নিয়ে তাহসান স্পষ্টভাবে বলেন,

“এক জায়গায় দেখলাম আমার ছবিতে টুপি বসিয়ে এক রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমি নাকি রাজনীতি করছি! আসলে এসব এখন ‘গেম’-এর অংশ হয়ে গেছে। কিছু মানুষ শুধু ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করে। তাই এখন কথা বলার আগে অনেক ভাবতে হয়—কারণ একটা বাক্য থেকেও বড় বিতর্ক তৈরি হতে পারে।”

গান ও অভিনয়ের পাশাপাশি তাহসান দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সংগীত থেকে সরে যাওয়ার পর এই দিকেই বেশি মনোযোগ দিতে চান তিনি। নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে বলেন,

“প্রত্যেকের জীবনে নানা অধ্যায় থাকে। আমি এখন এমন এক অধ্যায়ে আছি, যেখানে মনে হচ্ছে আমি কিছুই জানি না। আরও বেশি পড়াশোনা করতে হবে।”

সম্প্রতি তিনি তার প্রায় এক কোটি অনুসারী থাকা ফেসবুক পেজ এবং ৩৫ লাখেরও বেশি অনুসারী থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে যাওয়ার কারণ জানাতে গিয়ে তাহসান বলেন,

“অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। এখনকার সামাজিক মাধ্যম খুবই বিষাক্ত হয়ে গেছে—ভালোর চেয়ে খারাপের প্রচার বেশি। তাই অনেক দিন ধরেই বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক, কিন্তু অনলাইনে থাকলে সেটা সম্ভব না।”

তাহসানের বক্তব্য থেকে বোঝা যায়, তিনি এখন নিজেকে নতুনভাবে গুছিয়ে নিতে চান—রাজনীতি নয়, বরং আত্মঅনুসন্ধান ও পড়াশোনায় সময় দিতে চান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
৪৬ বার পড়া হয়েছে

তাহসান কি সত্যিই রাজনীতিতে নামছেন

আপডেট সময় ১১:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে—তিনি নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন!

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান ঘোষণা দেন, তিনি গান থেকে বিরতি নিতে চান। কিন্তু বিষয়টি যেভাবে ছড়িয়ে পড়েছে, তা তার ধারণার বাইরে ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন,

“কনসার্টে যখন বলেছিলাম গান ছেড়ে দিচ্ছি, তখন উপস্থিত মানুষ খুব বেশি ছিল না। কিন্তু কথাটা সারা দেশে ছড়িয়ে গেছে। যেমনভাবে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে গিয়েছি, তেমনি সংগীত থেকেও কিছুটা বিরতি নিচ্ছি। আমি একটু আবেগপ্রবণ—সেই আবেগেই বলে ফেলেছিলাম।”

তার অবসরের ঘোষণা ছড়িয়ে পড়তেই নতুন গুঞ্জন তৈরি হয়—তাহসান নাকি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্টও দেখা যায় যেখানে তার ছবি সম্পাদনা করে রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত করা হয়।

এ নিয়ে তাহসান স্পষ্টভাবে বলেন,

“এক জায়গায় দেখলাম আমার ছবিতে টুপি বসিয়ে এক রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমি নাকি রাজনীতি করছি! আসলে এসব এখন ‘গেম’-এর অংশ হয়ে গেছে। কিছু মানুষ শুধু ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করে। তাই এখন কথা বলার আগে অনেক ভাবতে হয়—কারণ একটা বাক্য থেকেও বড় বিতর্ক তৈরি হতে পারে।”

গান ও অভিনয়ের পাশাপাশি তাহসান দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সংগীত থেকে সরে যাওয়ার পর এই দিকেই বেশি মনোযোগ দিতে চান তিনি। নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে বলেন,

“প্রত্যেকের জীবনে নানা অধ্যায় থাকে। আমি এখন এমন এক অধ্যায়ে আছি, যেখানে মনে হচ্ছে আমি কিছুই জানি না। আরও বেশি পড়াশোনা করতে হবে।”

সম্প্রতি তিনি তার প্রায় এক কোটি অনুসারী থাকা ফেসবুক পেজ এবং ৩৫ লাখেরও বেশি অনুসারী থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে যাওয়ার কারণ জানাতে গিয়ে তাহসান বলেন,

“অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। এখনকার সামাজিক মাধ্যম খুবই বিষাক্ত হয়ে গেছে—ভালোর চেয়ে খারাপের প্রচার বেশি। তাই অনেক দিন ধরেই বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক, কিন্তু অনলাইনে থাকলে সেটা সম্ভব না।”

তাহসানের বক্তব্য থেকে বোঝা যায়, তিনি এখন নিজেকে নতুনভাবে গুছিয়ে নিতে চান—রাজনীতি নয়, বরং আত্মঅনুসন্ধান ও পড়াশোনায় সময় দিতে চান।