ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  আট বছর পর হিলি বন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি পুনরায় শুরু Logo বিএনপির পতনের ঘণ্টা বেজে গেছে, আওয়ামী লীগের মতো পরিণতি অপেক্ষায়: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের উপ-রাষ্ট্রপতির বক্তব্যে চীনের তীব্র প্রতিক্রিয়া Logo তাহসান কি সত্যিই রাজনীতিতে নামছেন Logo গণভোট হলে প্রস্তুতি ও পরিকল্পনায় সমন্বয়ের প্রয়োজন হতে পারে: নির্বাচন কমিশন Logo ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার বিএনপির: আমীর খসরু Logo প্রয়াত গায়ক জুবিন গর্গের স্ত্রী গারিমা সাইকিয়া অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে নকআউটে ব্রাজিল Logo গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড Logo ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, জোয়ারে দেশজুড়ে উৎসবের আমেজ: প্রেস সচিব

তাহসান কি সত্যিই রাজনীতিতে নামছেন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে—তিনি নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন!

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান ঘোষণা দেন, তিনি গান থেকে বিরতি নিতে চান। কিন্তু বিষয়টি যেভাবে ছড়িয়ে পড়েছে, তা তার ধারণার বাইরে ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন,

“কনসার্টে যখন বলেছিলাম গান ছেড়ে দিচ্ছি, তখন উপস্থিত মানুষ খুব বেশি ছিল না। কিন্তু কথাটা সারা দেশে ছড়িয়ে গেছে। যেমনভাবে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে গিয়েছি, তেমনি সংগীত থেকেও কিছুটা বিরতি নিচ্ছি। আমি একটু আবেগপ্রবণ—সেই আবেগেই বলে ফেলেছিলাম।”

তার অবসরের ঘোষণা ছড়িয়ে পড়তেই নতুন গুঞ্জন তৈরি হয়—তাহসান নাকি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্টও দেখা যায় যেখানে তার ছবি সম্পাদনা করে রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত করা হয়।

এ নিয়ে তাহসান স্পষ্টভাবে বলেন,

“এক জায়গায় দেখলাম আমার ছবিতে টুপি বসিয়ে এক রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমি নাকি রাজনীতি করছি! আসলে এসব এখন ‘গেম’-এর অংশ হয়ে গেছে। কিছু মানুষ শুধু ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করে। তাই এখন কথা বলার আগে অনেক ভাবতে হয়—কারণ একটা বাক্য থেকেও বড় বিতর্ক তৈরি হতে পারে।”

গান ও অভিনয়ের পাশাপাশি তাহসান দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সংগীত থেকে সরে যাওয়ার পর এই দিকেই বেশি মনোযোগ দিতে চান তিনি। নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে বলেন,

“প্রত্যেকের জীবনে নানা অধ্যায় থাকে। আমি এখন এমন এক অধ্যায়ে আছি, যেখানে মনে হচ্ছে আমি কিছুই জানি না। আরও বেশি পড়াশোনা করতে হবে।”

সম্প্রতি তিনি তার প্রায় এক কোটি অনুসারী থাকা ফেসবুক পেজ এবং ৩৫ লাখেরও বেশি অনুসারী থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে যাওয়ার কারণ জানাতে গিয়ে তাহসান বলেন,

“অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। এখনকার সামাজিক মাধ্যম খুবই বিষাক্ত হয়ে গেছে—ভালোর চেয়ে খারাপের প্রচার বেশি। তাই অনেক দিন ধরেই বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক, কিন্তু অনলাইনে থাকলে সেটা সম্ভব না।”

তাহসানের বক্তব্য থেকে বোঝা যায়, তিনি এখন নিজেকে নতুনভাবে গুছিয়ে নিতে চান—রাজনীতি নয়, বরং আত্মঅনুসন্ধান ও পড়াশোনায় সময় দিতে চান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
৫ বার পড়া হয়েছে

তাহসান কি সত্যিই রাজনীতিতে নামছেন

আপডেট সময় ১১:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে—তিনি নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন!

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান ঘোষণা দেন, তিনি গান থেকে বিরতি নিতে চান। কিন্তু বিষয়টি যেভাবে ছড়িয়ে পড়েছে, তা তার ধারণার বাইরে ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন,

“কনসার্টে যখন বলেছিলাম গান ছেড়ে দিচ্ছি, তখন উপস্থিত মানুষ খুব বেশি ছিল না। কিন্তু কথাটা সারা দেশে ছড়িয়ে গেছে। যেমনভাবে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে গিয়েছি, তেমনি সংগীত থেকেও কিছুটা বিরতি নিচ্ছি। আমি একটু আবেগপ্রবণ—সেই আবেগেই বলে ফেলেছিলাম।”

তার অবসরের ঘোষণা ছড়িয়ে পড়তেই নতুন গুঞ্জন তৈরি হয়—তাহসান নাকি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্টও দেখা যায় যেখানে তার ছবি সম্পাদনা করে রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত করা হয়।

এ নিয়ে তাহসান স্পষ্টভাবে বলেন,

“এক জায়গায় দেখলাম আমার ছবিতে টুপি বসিয়ে এক রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমি নাকি রাজনীতি করছি! আসলে এসব এখন ‘গেম’-এর অংশ হয়ে গেছে। কিছু মানুষ শুধু ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করে। তাই এখন কথা বলার আগে অনেক ভাবতে হয়—কারণ একটা বাক্য থেকেও বড় বিতর্ক তৈরি হতে পারে।”

গান ও অভিনয়ের পাশাপাশি তাহসান দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সংগীত থেকে সরে যাওয়ার পর এই দিকেই বেশি মনোযোগ দিতে চান তিনি। নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে বলেন,

“প্রত্যেকের জীবনে নানা অধ্যায় থাকে। আমি এখন এমন এক অধ্যায়ে আছি, যেখানে মনে হচ্ছে আমি কিছুই জানি না। আরও বেশি পড়াশোনা করতে হবে।”

সম্প্রতি তিনি তার প্রায় এক কোটি অনুসারী থাকা ফেসবুক পেজ এবং ৩৫ লাখেরও বেশি অনুসারী থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে যাওয়ার কারণ জানাতে গিয়ে তাহসান বলেন,

“অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। এখনকার সামাজিক মাধ্যম খুবই বিষাক্ত হয়ে গেছে—ভালোর চেয়ে খারাপের প্রচার বেশি। তাই অনেক দিন ধরেই বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক, কিন্তু অনলাইনে থাকলে সেটা সম্ভব না।”

তাহসানের বক্তব্য থেকে বোঝা যায়, তিনি এখন নিজেকে নতুনভাবে গুছিয়ে নিতে চান—রাজনীতি নয়, বরং আত্মঅনুসন্ধান ও পড়াশোনায় সময় দিতে চান।