ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার আগেই শেষ করার নির্দেশ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আসন্ন দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন কার্যক্রম সন্ধ্যা ৭টার মধ্যেই সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ সশস্ত্র বাহিনীও মাঠে থাকবে। তবে এবারের দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি বা উদ্বেগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশেই পূজা উদযাপন হবে। তবে দুষ্কৃতিকারীরা যেখানেই সুযোগ পাবে বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্ত হয়নি, ধারণা করা হচ্ছে প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
০ বার পড়া হয়েছে

দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার আগেই শেষ করার নির্দেশ

আপডেট সময় ০৩:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন কার্যক্রম সন্ধ্যা ৭টার মধ্যেই সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ সশস্ত্র বাহিনীও মাঠে থাকবে। তবে এবারের দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি বা উদ্বেগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশেই পূজা উদযাপন হবে। তবে দুষ্কৃতিকারীরা যেখানেই সুযোগ পাবে বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্ত হয়নি, ধারণা করা হচ্ছে প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজা হবে।