ব্রেকিং নিউজ :
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে, আশা মেজর হাফিজের
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে, আশা মেজর হাফিজের।
অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই আশা ব্যক্ত করেন।
প্রতীবেশ রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন মেজর হাফিজ।
তিনি বলেন, ‘জুলাই-বিপ্লবের মাধ্যমে দেশকে আবারও সাজানোর সুযোগ এসেছে। অনেকটা দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার মতই।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। সেই নির্বাচনে সবার অংশগ্রহণে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে।’
নির্বাচন ঘিরে বিএনপির দায়িত্ব রয়েছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, ‘বিএনপিকে নিয়ে অনেকে কুৎসা রটনা করবে, সেগুলো যেন মিথ্যা প্রমাণ করতে পারি, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন মেজর হাফিজ