ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু

নজরুল সমাধিসৌধে ওসমান হাদির পাশাপাশি যেসব বিশিষ্টজন শায়িত

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে গতকাল (২০ ডিসেম্বর) চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। তার দাফনের পর এই সমাধিসৌধে সমাহিত অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পরিচয় ও গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

১৯৭৬ সালে মৃত্যুর পর কবি নজরুল ইসলামের ইচ্ছানুযায়ী তাকে এই স্থানে সমাহিত করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সমাধিসৌধ কেবল জাতীয় কবির শেষ ঠিকানা নয়, বরং দেশের কয়েকজন কৃতী ও গুণী ব্যক্তিত্বের স্মৃতিবাহী স্থান হিসেবে পরিচিতি পায়।

জাতীয় কবির সমাধির কাছেই শায়িত আছেন আধুনিক বাংলা চিত্রকলার অন্যতম পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন। একই স্থানে সমাহিত হয়েছেন খ্যাতিমান শিল্পী ও জাতীয় পতাকার নকশাকারদের একজন কামরুল হাসান, যার শিল্পকর্ম বাংলাদেশের জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত।

এছাড়া শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরীর সমাধিও রয়েছে এই প্রাঙ্গণে।

সর্বশেষ শহীদ শরিফ ওসমান হাদির দাফনের মাধ্যমে নজরুল সমাধিসৌধের প্রতীকী ও ঐতিহাসিক গুরুত্ব আরও বিস্তৃত হয়েছে। পরিবারের আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তে তাকে এখানে সমাহিত করা হয়। এর ফলে সাধারণ মানুষের কাছে এই সমাধিসৌধ শুধু জাতীয় কবির স্মৃতিচিহ্ন নয়, বরং দেশের অন্যান্য শ্রেষ্ঠ সন্তানদের স্মরণস্থল হিসেবেও নতুন করে গুরুত্ব পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৩১ বার পড়া হয়েছে

নজরুল সমাধিসৌধে ওসমান হাদির পাশাপাশি যেসব বিশিষ্টজন শায়িত

আপডেট সময় ০১:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে গতকাল (২০ ডিসেম্বর) চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। তার দাফনের পর এই সমাধিসৌধে সমাহিত অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পরিচয় ও গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

১৯৭৬ সালে মৃত্যুর পর কবি নজরুল ইসলামের ইচ্ছানুযায়ী তাকে এই স্থানে সমাহিত করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সমাধিসৌধ কেবল জাতীয় কবির শেষ ঠিকানা নয়, বরং দেশের কয়েকজন কৃতী ও গুণী ব্যক্তিত্বের স্মৃতিবাহী স্থান হিসেবে পরিচিতি পায়।

জাতীয় কবির সমাধির কাছেই শায়িত আছেন আধুনিক বাংলা চিত্রকলার অন্যতম পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন। একই স্থানে সমাহিত হয়েছেন খ্যাতিমান শিল্পী ও জাতীয় পতাকার নকশাকারদের একজন কামরুল হাসান, যার শিল্পকর্ম বাংলাদেশের জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত।

এছাড়া শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরীর সমাধিও রয়েছে এই প্রাঙ্গণে।

সর্বশেষ শহীদ শরিফ ওসমান হাদির দাফনের মাধ্যমে নজরুল সমাধিসৌধের প্রতীকী ও ঐতিহাসিক গুরুত্ব আরও বিস্তৃত হয়েছে। পরিবারের আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তে তাকে এখানে সমাহিত করা হয়। এর ফলে সাধারণ মানুষের কাছে এই সমাধিসৌধ শুধু জাতীয় কবির স্মৃতিচিহ্ন নয়, বরং দেশের অন্যান্য শ্রেষ্ঠ সন্তানদের স্মরণস্থল হিসেবেও নতুন করে গুরুত্ব পেয়েছে।