ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনের মনোনয়ন ফরম উত্তোলন Logo সিইসির সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক সম্পন্ন, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা Logo নজরুল সমাধিসৌধে ওসমান হাদির পাশাপাশি যেসব বিশিষ্টজন শায়িত Logo সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন

নজরুল সমাধিসৌধে ওসমান হাদির পাশাপাশি যেসব বিশিষ্টজন শায়িত

নিজস্ব সংবাদ :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে গতকাল (২০ ডিসেম্বর) চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। তার দাফনের পর এই সমাধিসৌধে সমাহিত অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পরিচয় ও গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

১৯৭৬ সালে মৃত্যুর পর কবি নজরুল ইসলামের ইচ্ছানুযায়ী তাকে এই স্থানে সমাহিত করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সমাধিসৌধ কেবল জাতীয় কবির শেষ ঠিকানা নয়, বরং দেশের কয়েকজন কৃতী ও গুণী ব্যক্তিত্বের স্মৃতিবাহী স্থান হিসেবে পরিচিতি পায়।

জাতীয় কবির সমাধির কাছেই শায়িত আছেন আধুনিক বাংলা চিত্রকলার অন্যতম পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন। একই স্থানে সমাহিত হয়েছেন খ্যাতিমান শিল্পী ও জাতীয় পতাকার নকশাকারদের একজন কামরুল হাসান, যার শিল্পকর্ম বাংলাদেশের জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত।

এছাড়া শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরীর সমাধিও রয়েছে এই প্রাঙ্গণে।

সর্বশেষ শহীদ শরিফ ওসমান হাদির দাফনের মাধ্যমে নজরুল সমাধিসৌধের প্রতীকী ও ঐতিহাসিক গুরুত্ব আরও বিস্তৃত হয়েছে। পরিবারের আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তে তাকে এখানে সমাহিত করা হয়। এর ফলে সাধারণ মানুষের কাছে এই সমাধিসৌধ শুধু জাতীয় কবির স্মৃতিচিহ্ন নয়, বরং দেশের অন্যান্য শ্রেষ্ঠ সন্তানদের স্মরণস্থল হিসেবেও নতুন করে গুরুত্ব পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৮ বার পড়া হয়েছে

নজরুল সমাধিসৌধে ওসমান হাদির পাশাপাশি যেসব বিশিষ্টজন শায়িত

আপডেট সময় ০১:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে গতকাল (২০ ডিসেম্বর) চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। তার দাফনের পর এই সমাধিসৌধে সমাহিত অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পরিচয় ও গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

১৯৭৬ সালে মৃত্যুর পর কবি নজরুল ইসলামের ইচ্ছানুযায়ী তাকে এই স্থানে সমাহিত করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সমাধিসৌধ কেবল জাতীয় কবির শেষ ঠিকানা নয়, বরং দেশের কয়েকজন কৃতী ও গুণী ব্যক্তিত্বের স্মৃতিবাহী স্থান হিসেবে পরিচিতি পায়।

জাতীয় কবির সমাধির কাছেই শায়িত আছেন আধুনিক বাংলা চিত্রকলার অন্যতম পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন। একই স্থানে সমাহিত হয়েছেন খ্যাতিমান শিল্পী ও জাতীয় পতাকার নকশাকারদের একজন কামরুল হাসান, যার শিল্পকর্ম বাংলাদেশের জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত।

এছাড়া শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরীর সমাধিও রয়েছে এই প্রাঙ্গণে।

সর্বশেষ শহীদ শরিফ ওসমান হাদির দাফনের মাধ্যমে নজরুল সমাধিসৌধের প্রতীকী ও ঐতিহাসিক গুরুত্ব আরও বিস্তৃত হয়েছে। পরিবারের আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তে তাকে এখানে সমাহিত করা হয়। এর ফলে সাধারণ মানুষের কাছে এই সমাধিসৌধ শুধু জাতীয় কবির স্মৃতিচিহ্ন নয়, বরং দেশের অন্যান্য শ্রেষ্ঠ সন্তানদের স্মরণস্থল হিসেবেও নতুন করে গুরুত্ব পেয়েছে।