নতুন বছর উদ্যাপনে হোয়াটসঅ্যাপে বিশেষ সুবিধা
নতুন বছর উদ্যাপনে হোয়াটসঅ্যাপে বিশেষ সুবিধা।
ইংরেজি নতুন বছর উদ্যাপনের জন্য হোয়াটসঅ্যাপে বিশেষ ফিচার যোগ করেছে মেটা। অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা তিনটি বিশেষ সুবিধা পাবেন মাত্র ১৫ দিনের জন্য।
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য এই নতুন ফিচার ব্যবহার করা যাবে ২০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত।
কোন কোন নতুন ফিচার যোগ হলো
* এনওয়াইই কলিং ইফেক্টস
ইউজাররা নতুন বছর উদ্যাপন করার জন্য ভিডিও কলে একাধিক ফিল্টার যোগ করতে পারবেন। এতে প্রতিটি ভিডিও কলকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলা যাবে।
*অ্যানিমেটেড রিঅ্যাকশনস
ইমোজি ব্যবহার করে কোনো বার্তায় প্রতিক্রিয়া জানালে, প্রেরক এবং প্রাপক উভয়ের কাছে একটি অ্যানিমেটেড বার্তা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, উৎসবের শুভেচ্ছা জানানোর জন্য এটি একটি চমৎকার ও আনন্দময় উপায় হতে পারে।
*নতুন স্টিকার প্যাক
নতুন বছরের জন্য বিশেষভাবে তৈরি স্টিকার প্যাক ও অ্যাভাটার স্টিকার যুক্ত করা হয়েছে। এগুলো ব্যবহার শুভেচ্ছা আরও সৃজনশীলভাবে প্রকাশ করা সম্ভব হবে।
এই ফিচারগুলো উপভোগ করতে হোয়াটসঅ্যাপ অ্যাপ সর্বশেষ সংস্করণে হালনাগাদ করতে হবে। হালনাগাদ সম্পন্ন হলে সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া