ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মির্জা ফখরুলের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত, এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র: নাহিদ Logo বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা Logo বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার Logo হত্যার পর স্ত্রীর দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করেন ভারতের সাবেক সেনা! Logo বিএসএফকে মোকাবিলা করতে বিজিবিই যথেষ্ট: বিজিবি Logo বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান Logo দাম কমলো অটোগ্যাসের Logo জয়কে অপহরণ-হত্যাচেষ্টা মামলা: মাহমুদুরের পক্ষ থেকে খালাস চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় ১০ ফেব্রুয়ারি Logo কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: ফখরুল Logo মেসি প্রসঙ্গে নেইমারের মন্তব্যের জবাব দিলেন এমবাপ্পে

নতুন রূপে সুখবর দিলেন রুনা খান

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

নতুন রূপে সুখবর দিলেন রুনা খান।

ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী। সম্প্রতি সুখবর দিলেন অভিনেত্রী রুনা খান।

আগের রুনা খান আর এখনকার মধ্য বিস্তর ফারাক। তিনি ওজন কমিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন। কখনও ছড়িয়ে দেন রূপের দ্যুতি, আবার কখনও সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের।


তবে তার পোশাক ও ফটোশুট নিয়ে হয়েছে অনেক সমালোচনা। তবে এতে তিনি কোনো তোয়াক্কা করেন না। চলেন নিজের গতিতে। নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন নতুন কাজে নাম লেখাচ্ছেন।


এর আগে কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। এ নিয়ে রুনা মনে করেন, ‘অসময়’ তাকে সুসময় এনে দিয়েছে। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমাতেও।

তবে গত জুলাইয়ের পর নিজেকে একটু আড়াল করে নিয়েছিলেন রুনা। সামাজিক মাধ্যমেও দেখা যায়নি তাকে। এখন আস্তে আস্তে নিজেকে ধরা দিচ্ছেন অভিনেত্রী। কখনও বিভিন্ন লুকে নিজেকে ধরা দিচ্ছেন, আবার কখনও নিজের কাজ নিয়েও দিয়ে যাচ্ছেন সুসংবাদ।
 
জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।

সংবাদ মাধ্যমে রুনা খান বলেন, ‘নতুন সিনেমায় যুক্ত হওয়ার সময় প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা।’

তবে লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। এছাড়াও এই অভিনেত্রীর আরও নাকি দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’।
 
 
রুনা খান ২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে কর্মী হিসেবে যোগ দেন। ২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ১২৩ সিসিমপুর এর মধ্যদিয়ে তার পেশাগত অভিনয় জীবনের শুরু করেন। ২০১৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাম গোত্রহীন মঞ্চনাটকের মঞ্চায়নে তিনি অপি করিমের স্থলাভিষিক্ত হন। 
 
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
৩৩ বার পড়া হয়েছে

নতুন রূপে সুখবর দিলেন রুনা খান

আপডেট সময় ১১:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

নতুন রূপে সুখবর দিলেন রুনা খান।

ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী। সম্প্রতি সুখবর দিলেন অভিনেত্রী রুনা খান।

আগের রুনা খান আর এখনকার মধ্য বিস্তর ফারাক। তিনি ওজন কমিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন। কখনও ছড়িয়ে দেন রূপের দ্যুতি, আবার কখনও সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের।


তবে তার পোশাক ও ফটোশুট নিয়ে হয়েছে অনেক সমালোচনা। তবে এতে তিনি কোনো তোয়াক্কা করেন না। চলেন নিজের গতিতে। নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন নতুন কাজে নাম লেখাচ্ছেন।


এর আগে কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। এ নিয়ে রুনা মনে করেন, ‘অসময়’ তাকে সুসময় এনে দিয়েছে। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমাতেও।

তবে গত জুলাইয়ের পর নিজেকে একটু আড়াল করে নিয়েছিলেন রুনা। সামাজিক মাধ্যমেও দেখা যায়নি তাকে। এখন আস্তে আস্তে নিজেকে ধরা দিচ্ছেন অভিনেত্রী। কখনও বিভিন্ন লুকে নিজেকে ধরা দিচ্ছেন, আবার কখনও নিজের কাজ নিয়েও দিয়ে যাচ্ছেন সুসংবাদ।
 
জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।

সংবাদ মাধ্যমে রুনা খান বলেন, ‘নতুন সিনেমায় যুক্ত হওয়ার সময় প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা।’

তবে লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। এছাড়াও এই অভিনেত্রীর আরও নাকি দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’।
 
 
রুনা খান ২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে কর্মী হিসেবে যোগ দেন। ২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ১২৩ সিসিমপুর এর মধ্যদিয়ে তার পেশাগত অভিনয় জীবনের শুরু করেন। ২০১৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাম গোত্রহীন মঞ্চনাটকের মঞ্চায়নে তিনি অপি করিমের স্থলাভিষিক্ত হন।