ব্রেকিং নিউজ :
নাটোর/ কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মিছিল
নাটোর/ কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মিছিল।
নাটোর জেলার নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে একাশং।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাদ্রাসামোড় এলাকার স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি বের হয়ে কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক জনি প্রামাণিক ও মুখপাত্র জান্নাতুল ফেরদৌস মাহী।
এসময় তারা বলেন ,নতুন কমিটির ২৯৫ সদস্যের মধ্যে ২০-৩০ জন অস্বীকার করলেও প্রভাব ফেলবে না। তাদের কিছু সদস্য ১২৫ জন সদস্যের পদত্যাগের কথা বলে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ও ভুয়া স্বাক্ষর দেখিয়ে বিভ্রান্ত করেছেন। পদত্যাগে যাদের সাক্ষর দেখানো হয়েছে অধিকাংশ সদস্যই পদত্যাগের বিষয়ে অবগত নয়।
এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে ৬ মাস মেয়াদের ২৯৫ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের মূল্যায়ন না করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে সংবাদ সম্মেলনে পদত্যাগ করেন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live নাটোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল