ব্রেকিং নিউজ :
নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটা করার কাজ চলছে: চরমোনাই পীর
নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটা করার কাজ চলছে: চরমোনাই পীর।
আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটা করার কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে তিনি এই কথা জানান।
রেজাউল করীম বলেন, ‘বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারের নির্বাচনে যেন সব ইসলামী দলগুলোর একটি মাত্র ভোটবাক্স হয়, এ ব্যাপারে কাজ চলছে।’
দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন চরমোনাই পীর।
তিনি আরও বলেন, ‘দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই।’
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর নির্বাচন