ব্রেকিং নিউজ :
নির্বাচন ঘিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিক দায় বহন করতে হবে: আমীর খসরু
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কেউ যদি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত বা অস্থির করতে চায়, তাদের রাজনৈতিক জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আমীর খসরুর মতে, আলোচনার টেবিলে সব বিষয়ে সমঝোতা হওয়া বাধ্যতামূলক নয়; কেউ দাবি জানালে তাতে সমস্যা নেই। তিনি বলেন, জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভাবনা নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত।
স্থিতিশীল রাজনীতি প্রয়োজন উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচিত সরকার না থাকায় জবাবদিহির ঘাটতি তৈরি হয়েছে, আর নূরের ওপর হামলার ঘটনা সেটির স্পষ্ট প্রমাণ।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় নির্বাচন