ব্রেকিং নিউজ :
নিষিদ্ধ সংগঠন নিয়ে তসলিমার পোস্ট, যা জানাল প্রধান উপদেষ্টার প্রেস উইং
নিষিদ্ধ সংগঠন নিয়ে তসলিমার পোস্ট, যা জানাল প্রধান উপদেষ্টার প্রেস উইং।
হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ আছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।
হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
পশ্চিমবঙ্গে অবস্থানকারী লেখিকা তসলিমা নাসরিনের দেয়া এক এক্স (সাবেক টুইটার) পোস্টের বিপরীতে রোববার (২৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে তসলিমা দাবি করেন সম্প্রতি হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিমের ওপর থেকে অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
তবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজের পোস্টে জানানো হয়, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সম্প্রতি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের টুইটারে একটি পোস্ট করেছেন যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়। গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুটি গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।’
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live তসলিমা নাসরিন নিষিদ্ধ জঙ্গি সংগঠন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস