ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৭ জুলাই) Logo নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব: মির্জা ফখরুল Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে নেতানিয়াহু Logo শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ Logo ৭ জুলাই: দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করে ‘বাংলা ব্লকেড’ Logo পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের নির্দেশ, গেজেট প্রকাশ Logo ইরানে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে রেভল্যুশনারি গার্ডের ২ সদস্য নিহত Logo গাজা যুদ্ধবিরতি নিয়ে দোহায় শুরু হচ্ছে নতুন দফার আলোচনা Logo যশোরে বাসের ধাক্কায় পথচারী ও ভ্যানযাত্রীর মৃত্যু, চালক আটক Logo সীমান্ত রক্ষায় প্রয়োজনে লং মার্চ হবে: চাঁপাইনবাবগঞ্জে হুঁশিয়ারি নাহিদের

নোয়াখালী থেকে অপহৃত শিশু মুন্সীগঞ্জে উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

নোয়াখালী থেকে অপহৃত শিশু মুন্সীগঞ্জে উদ্ধার, গ্রেফতার ৩।

নোয়াখালীর চাটখিল থেকে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু মাহমুদ হাসানকে (৩) মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার (১৬ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে পুলিশ।


এর আগে গত ১৩ নভেম্বর নোয়াখালী চাটখিলের খিলপাড়া থেকে ওই শিশুকে অপহরণ করা হয়।


গ্রেফতাররা হলেন: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রোমন (২৫), একই গ্রামের আবদুল মন্নানের মেয়ে সোনিয়া আক্তার (১৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার তেতৈয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহরিয়া হাসান (২৫)।

এর মধ্যে আসামি সোনিয়া আক্তার বর্তমানে নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে ও মো. শাহরিয়া হাসান মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ইছাপুর গ্রামে বসবাস করেন। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত আলামতসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অপহৃত শিশু হাসানের মা মুন্নি আক্তার (২৫) বলেন, গত ১৩ তারিখ থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে মোবাইলে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা আমাদের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে শনিবার চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ অভিযান চালিয়ে আমার ছেলেকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আমি থানায় মামলা করেছি। এ ধরনের ঘটনা যাতে আর কোনও মায়ের সঙ্গে না হয় আমি সেটাই চাই। আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দেয়ায় পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এতে ভুক্তভোগী শিশুকে অক্ষত উদ্ধার ও জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রোববার (১৭ নভেম্বর) অপহরণ মামলায় আদালতে সোপর্দ করা হবে।
 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
৬৯ বার পড়া হয়েছে

নোয়াখালী থেকে অপহৃত শিশু মুন্সীগঞ্জে উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় ০৬:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

নোয়াখালী থেকে অপহৃত শিশু মুন্সীগঞ্জে উদ্ধার, গ্রেফতার ৩।

নোয়াখালীর চাটখিল থেকে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু মাহমুদ হাসানকে (৩) মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার (১৬ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে পুলিশ।


এর আগে গত ১৩ নভেম্বর নোয়াখালী চাটখিলের খিলপাড়া থেকে ওই শিশুকে অপহরণ করা হয়।


গ্রেফতাররা হলেন: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রোমন (২৫), একই গ্রামের আবদুল মন্নানের মেয়ে সোনিয়া আক্তার (১৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার তেতৈয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহরিয়া হাসান (২৫)।

এর মধ্যে আসামি সোনিয়া আক্তার বর্তমানে নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে ও মো. শাহরিয়া হাসান মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ইছাপুর গ্রামে বসবাস করেন। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত আলামতসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অপহৃত শিশু হাসানের মা মুন্নি আক্তার (২৫) বলেন, গত ১৩ তারিখ থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে মোবাইলে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা আমাদের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে শনিবার চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ অভিযান চালিয়ে আমার ছেলেকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আমি থানায় মামলা করেছি। এ ধরনের ঘটনা যাতে আর কোনও মায়ের সঙ্গে না হয় আমি সেটাই চাই। আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দেয়ায় পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এতে ভুক্তভোগী শিশুকে অক্ষত উদ্ধার ও জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রোববার (১৭ নভেম্বর) অপহরণ মামলায় আদালতে সোপর্দ করা হবে।