ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পঞ্চগড় জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এরই মধ্যে দুটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে এ বি ব্রিকস এবং বোদা উপজেলার মন্নাপাড়া এলাকার মেসার্স বি বি ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জ্বালানো আগুন নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর সূত্র জানায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান এবং মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদফতর পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন এবং জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান তার ফেসবুক পোস্টে বলেন, অবৈধ ইটভাটায় বিনিয়োগ থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমতি নিয়ে ইটভাটা পরিচালনা করতে হবে। কোনো ধরনের প্রলোভন বা হুমকিতে আমি বিচলিত হব না।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সব অবৈধ ইটভাটার তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে থাকা ইটভাটাগুলোকে উচ্ছেদ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটা বন্ধ করা হবে এবং আগামী মৌসুমের শুরুতেই কোনোভাবেই অবৈধ ইটভাটা চালু করতে দেওয়া হবে না।

স্থানীয়দের মতে, এই অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের কঠোর অবস্থান আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ

আপডেট সময় ১১:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড় জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এরই মধ্যে দুটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে এ বি ব্রিকস এবং বোদা উপজেলার মন্নাপাড়া এলাকার মেসার্স বি বি ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জ্বালানো আগুন নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর সূত্র জানায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান এবং মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদফতর পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন এবং জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান তার ফেসবুক পোস্টে বলেন, অবৈধ ইটভাটায় বিনিয়োগ থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমতি নিয়ে ইটভাটা পরিচালনা করতে হবে। কোনো ধরনের প্রলোভন বা হুমকিতে আমি বিচলিত হব না।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সব অবৈধ ইটভাটার তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে থাকা ইটভাটাগুলোকে উচ্ছেদ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটা বন্ধ করা হবে এবং আগামী মৌসুমের শুরুতেই কোনোভাবেই অবৈধ ইটভাটা চালু করতে দেওয়া হবে না।

স্থানীয়দের মতে, এই অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের কঠোর অবস্থান আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে।