দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার এইডেন মারক্রামকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তিনি টেস্ট সিরিজ খেলেছেন। শুধু মারক্রামই নয়, দলে রাখা হয়নি রাবাদা ও জেনসেনকেও। তারা দুজনেও লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন। এছাড়া কেশভ মহারাজকেও রাখা হয়নি টি-টোয়েন্টি দলে।
পাকিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন হেনরিখ ক্লাসেন। ১৫ সদস্যের দলে ফিরেছেন অ্যানরিখ নরকিয়া এবং তাবরিজ শামসি। গত জুনে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন এই দুই ক্রিকেটার। দীর্ঘ সময় পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরলেন এই দুই প্রোটিয়া ক্রিকেটার।
এছাড়া দীর্ঘ সময় পর আবারও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জর্জ লিন্ডে। সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন এই ক্রিকেটার। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর আসন্ন পাকিস্তান সিরিজে দলে ফিরছেন তিনি।
অ্যানরিখ নরকিয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেকটাই প্রস্তুত। দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টার তাকে নিয়ে বলেছেন, ‘তার অনেক অভিজ্ঞতা রয়েছে, তাই ৫০ ওভারের ক্রিকেট খেলার প্রয়োজন নেই। তার আগে, এসএ টি-টোয়েন্টি এবং এই সিরিজে তিনি অনেক সক্রিয়। আমি তাকে নিয়ে চিন্তিত নই। সে তরুণ ক্রিকেটার নয়, তিনি তার খেলাটা বোঝেন।’
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, ম্যাথিউ ব্রিটজকে, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, জর্জ লিন্ডে, কিউইনা মাফাকা, ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, এনকাবা পিটার, রায়ান রিকেলটন, তাবরিজ শামসি, অ্যান্ডিল সিমেলেন ও রাসি ফন ডার ডুসেন।