পাহাড়ে হানাহানি নয়, ঐক্য ও সৌহার্দ্যের বার্তা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলে কোনোভাবেই অশান্তি বা হানাহানি দেখতে চায় না সরকার।
তিনি বলেন, “আমরা উন্নয়ন, সম্প্রীতি ও শান্তি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সবাইকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্মিলিত জাতীয় কঠিন চীবরদান উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
তিনি জানান, এ উৎসব অন্তর্বর্তী সরকারের সহায়তায় প্রথমবার জাতীয় পর্যায়ে আয়োজিত হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত।
এছাড়া বৌদ্ধদের প্রবারণা উৎসবকে জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাবও সরকারের কাছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, “বাংলাদেশের মূল শক্তিই সাম্প্রদায়িক সম্প্রীতি। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই মিলেই এ ঐতিহ্য ধরে রাখতে হবে।”