ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম।

স্বীকৃত টি-টোয়েন্টিতে অনেকের ১০ হাজার রানও আছে। তবে বাংলাদেশিদের মধ্যে কারো ৮ হাজার রানও ছিল না এতদিন। প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল সেই ক্লাবে পা দিলেন।

 

রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯১ রান। রংপুরের বিপক্ষে ৪১ রান করে ৮ হাজার রান পূর্ণ করেছেন তামিম। টি-টোয়েন্টিতে তার রান এখনও ৮ হাজার ৩১। এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসানের দ্বিতীয় সর্বোচ্চ রান (৭ হাজার ৪৩৮। আর কারো ৭ হাজার রান নেই। মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ৬ হাজারি ক্লাবে।

মাইলফক ছোঁয়ার ম্যাচে তামিমের দল ফরচুন বরিশাল জিততে পারেনি। নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটে জিতেছে রংপুর। শেষ ওভারে ওভারে ৩টি ছয়ের পাশাপাশি ৩টি চার মেরে ৩০ রান তুলে দলকে জিতিয়েছেন এই ব্যাটার।
 

বরিশালের দেয়া ৪ উইকেট হারিয়ে ১৯৮ রানের জবাবে শেষ বলে জয় পায় রংপুর। ফলে ৬ ম্যাচের সব কটিতে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করল রংপুর, তাদের পয়েন্ট ১২। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা বরিশাল ২টি ম্যাচে হারল, ২টিই রংপুরের বিপক্ষে। মুখোমুখি দেখায় আগের ম্যাচে ৮ উইকেটে হেরেছিল তারা।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১০১ বার পড়া হয়েছে

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম

আপডেট সময় ১০:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম।

স্বীকৃত টি-টোয়েন্টিতে অনেকের ১০ হাজার রানও আছে। তবে বাংলাদেশিদের মধ্যে কারো ৮ হাজার রানও ছিল না এতদিন। প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল সেই ক্লাবে পা দিলেন।

 

রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯১ রান। রংপুরের বিপক্ষে ৪১ রান করে ৮ হাজার রান পূর্ণ করেছেন তামিম। টি-টোয়েন্টিতে তার রান এখনও ৮ হাজার ৩১। এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসানের দ্বিতীয় সর্বোচ্চ রান (৭ হাজার ৪৩৮। আর কারো ৭ হাজার রান নেই। মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ৬ হাজারি ক্লাবে।

মাইলফক ছোঁয়ার ম্যাচে তামিমের দল ফরচুন বরিশাল জিততে পারেনি। নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটে জিতেছে রংপুর। শেষ ওভারে ওভারে ৩টি ছয়ের পাশাপাশি ৩টি চার মেরে ৩০ রান তুলে দলকে জিতিয়েছেন এই ব্যাটার।
 

বরিশালের দেয়া ৪ উইকেট হারিয়ে ১৯৮ রানের জবাবে শেষ বলে জয় পায় রংপুর। ফলে ৬ ম্যাচের সব কটিতে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করল রংপুর, তাদের পয়েন্ট ১২। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা বরিশাল ২টি ম্যাচে হারল, ২টিই রংপুরের বিপক্ষে। মুখোমুখি দেখায় আগের ম্যাচে ৮ উইকেটে হেরেছিল তারা।