ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম।

স্বীকৃত টি-টোয়েন্টিতে অনেকের ১০ হাজার রানও আছে। তবে বাংলাদেশিদের মধ্যে কারো ৮ হাজার রানও ছিল না এতদিন। প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল সেই ক্লাবে পা দিলেন।

 

রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯১ রান। রংপুরের বিপক্ষে ৪১ রান করে ৮ হাজার রান পূর্ণ করেছেন তামিম। টি-টোয়েন্টিতে তার রান এখনও ৮ হাজার ৩১। এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসানের দ্বিতীয় সর্বোচ্চ রান (৭ হাজার ৪৩৮। আর কারো ৭ হাজার রান নেই। মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ৬ হাজারি ক্লাবে।

মাইলফক ছোঁয়ার ম্যাচে তামিমের দল ফরচুন বরিশাল জিততে পারেনি। নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটে জিতেছে রংপুর। শেষ ওভারে ওভারে ৩টি ছয়ের পাশাপাশি ৩টি চার মেরে ৩০ রান তুলে দলকে জিতিয়েছেন এই ব্যাটার।
 

বরিশালের দেয়া ৪ উইকেট হারিয়ে ১৯৮ রানের জবাবে শেষ বলে জয় পায় রংপুর। ফলে ৬ ম্যাচের সব কটিতে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করল রংপুর, তাদের পয়েন্ট ১২। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা বরিশাল ২টি ম্যাচে হারল, ২টিই রংপুরের বিপক্ষে। মুখোমুখি দেখায় আগের ম্যাচে ৮ উইকেটে হেরেছিল তারা।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১১১ বার পড়া হয়েছে

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম

আপডেট সময় ১০:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম।

স্বীকৃত টি-টোয়েন্টিতে অনেকের ১০ হাজার রানও আছে। তবে বাংলাদেশিদের মধ্যে কারো ৮ হাজার রানও ছিল না এতদিন। প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল সেই ক্লাবে পা দিলেন।

 

রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯১ রান। রংপুরের বিপক্ষে ৪১ রান করে ৮ হাজার রান পূর্ণ করেছেন তামিম। টি-টোয়েন্টিতে তার রান এখনও ৮ হাজার ৩১। এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসানের দ্বিতীয় সর্বোচ্চ রান (৭ হাজার ৪৩৮। আর কারো ৭ হাজার রান নেই। মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ৬ হাজারি ক্লাবে।

মাইলফক ছোঁয়ার ম্যাচে তামিমের দল ফরচুন বরিশাল জিততে পারেনি। নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটে জিতেছে রংপুর। শেষ ওভারে ওভারে ৩টি ছয়ের পাশাপাশি ৩টি চার মেরে ৩০ রান তুলে দলকে জিতিয়েছেন এই ব্যাটার।
 

বরিশালের দেয়া ৪ উইকেট হারিয়ে ১৯৮ রানের জবাবে শেষ বলে জয় পায় রংপুর। ফলে ৬ ম্যাচের সব কটিতে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করল রংপুর, তাদের পয়েন্ট ১২। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা বরিশাল ২টি ম্যাচে হারল, ২টিই রংপুরের বিপক্ষে। মুখোমুখি দেখায় আগের ম্যাচে ৮ উইকেটে হেরেছিল তারা।