ব্রেকিং নিউজ :
প্রয়োজনীয় সংস্কার শেষ হবার পর নির্বাচন সম্পন্নের দাবি মুফতি ফয়জুল করীমের
প্রয়োজনীয় সংস্কার শেষ হবার পর নির্বাচন সম্পন্নের দাবি মুফতি ফয়জুল করীমের।
জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে প্রয়োজনীয় সংস্কার শেষ হবার পর নির্বাচন সম্পন্নের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, ইসলামি আইন বাদ দিয়ে আমরা ভিন্ন কোনো আদর্শে কল্যাণ রাষ্ট্র চাই না৷ এবং বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণরাষ্ট্র সম্ভব নয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই বিপ্লবের প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দলীয় ব্যানারে জুলাই বিপ্লবে মাঠে ছিল অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে মাঠে ছিল না৷’
তিনি আরও বলেন, ‘গত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের জনগণ।’
সংরক্ষিত নারী আসনের বিষয়ে নায়েবে আমির বলেন, ‘সংসদে নারীদের জন্য আলাদা কোনো আসন সংরক্ষণ করা উচিত নয়৷’
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন মুফতি সৈয়দ ফয়জুল করীম