প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, মৌখিকের জন্য নির্বাচিত ৬৯ হাজারের বেশি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপের মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতের দিকে ডিপিইর অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি সারাদেশের ৬১টি জেলায় (তিনটি পার্বত্য জেলা ছাড়া) রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত এসব প্রার্থীকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত ফলাফলটি সাময়িক এবং এটি নিয়োগের চূড়ান্ত নিশ্চয়তা নয়। শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্যই এই ফলাফল প্রযোজ্য হবে।
এ ছাড়া ফল প্রকাশের যেকোনো পর্যায়ে ভুল বা মুদ্রণজনিত ত্রুটি ধরা পড়লে তা সংশোধন বা প্রয়োজনে ফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তার প্রার্থীতা বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ অনুসরণ করে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে জানানো হবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।



























