সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা এম এন একাডেমি মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শামা ওয়ায়েদ এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘ষড়যন্ত্র এখনো থেমে নেই, দেশের বিভিন্ন স্থানে যখন অযাচিত ঘটনা ঘটে তখন আমাদের কাছে মনে হয় ফ্যাসিবাদের দোসররা এখনও আমাদের আশেপাশে রয়েছে।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশের নেতাকর্মীদের ম্যাসেজ দিয়েছেন যে, বিএনপির নামে বা কোনো নেতার নামে কেউ যদি চাঁদাবাজি-দখলবাজি করে তাকে আপনারা পুলিশে ধরিয়ে দিবেন। আমি কখনও এটা মেনে নেবো না যে আমার দলের বা আমার নামে কেউ চাঁদাবাজি করবে। আপনি আমার আপন লোক হলেও আপনাকে ছাড় দিবো না।’
শামা ওবায়েদ বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমর্থন দিয়েছি। তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার না এলে জনগণের সকল সমস্যার সমাধান হবে না। এজন্যই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত ৩১ দফার উল্লেখ করে বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে যা যা করণীয় তার সবই ৩১ দফায় উল্লেখ রয়েছে। এখানে একটি রেইনবো নেশনের কথা বলা হয়েছে, যেখানে দেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশী।’
তিনি বলেন, ‘আমরা সকলে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একই পতাকাতলে বসবাস করবো। তাহলে অন্য কোনো দেশের ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ হবে না।’
নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবু তালুকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।