ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে নিবেদিত বুলবুল

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবাল নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর পর থেকেই বুলবুলের বিজয় প্রায় নিশ্চিত ছিল। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর আনুষ্ঠানিকভাবে তাকে সভাপতি ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো—এই পদে বুলবুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউ। ফলে সাবেক এই জাতীয় দলের অধিনায়ক অনায়াসেই দায়িত্ব পান দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসনে।

দায়িত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অনুভূতি প্রকাশ করেন বুলবুল। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতির প্রতি একধরনের ভালোবাসা জন্মেছে আমার ভেতরে। অল্প সময়ের জন্য দায়িত্বে এসে কিছু কাজ করতে শুরু করেছিলাম, সেখানে ছোট ছোট সাফল্যগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। দেশের ক্রিকেটে আরও অবদান রাখার আকাঙ্ক্ষাই আমাকে এখানে টেনে এনেছে।’

বিসিবি নির্বাচনের আগে তামিম ইকবালসহ ক্লাব ক্যাটাগরির কয়েকজন কাউন্সিলর নির্বাচন বর্জন করেছিলেন। অন্যদিকে আগের সভাপতি ফারুক আহমেদ এবার সহ-সভাপতি হিসেবে বোর্ডে ফিরেছেন। নতুন কমিটিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

তিনি আরও বলেন, ‘শুরুতেই বলতে চাই—আমরা সবাই দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই, সেটি বড় বিষয় নয়; বরং আমরা সবাই মিলে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। প্রয়োজন হলে আমরা সবার সহযোগিতা চাইব। নির্বাচন নিয়ে কিছু বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমরা বিশ্বাস করি, সব কিছু হয়েছে গঠনতন্ত্র অনুযায়ী।’

এরই মধ্যে বিসিবির নবনির্বাচিত সভাপতি আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বোর্ড সভা আহ্বান করেছেন। দুপুর ১২টায় শুরু হওয়া সেই বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৯৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে নিবেদিত বুলবুল

আপডেট সময় ১১:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবাল নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর পর থেকেই বুলবুলের বিজয় প্রায় নিশ্চিত ছিল। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর আনুষ্ঠানিকভাবে তাকে সভাপতি ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো—এই পদে বুলবুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউ। ফলে সাবেক এই জাতীয় দলের অধিনায়ক অনায়াসেই দায়িত্ব পান দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসনে।

দায়িত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অনুভূতি প্রকাশ করেন বুলবুল। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতির প্রতি একধরনের ভালোবাসা জন্মেছে আমার ভেতরে। অল্প সময়ের জন্য দায়িত্বে এসে কিছু কাজ করতে শুরু করেছিলাম, সেখানে ছোট ছোট সাফল্যগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। দেশের ক্রিকেটে আরও অবদান রাখার আকাঙ্ক্ষাই আমাকে এখানে টেনে এনেছে।’

বিসিবি নির্বাচনের আগে তামিম ইকবালসহ ক্লাব ক্যাটাগরির কয়েকজন কাউন্সিলর নির্বাচন বর্জন করেছিলেন। অন্যদিকে আগের সভাপতি ফারুক আহমেদ এবার সহ-সভাপতি হিসেবে বোর্ডে ফিরেছেন। নতুন কমিটিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

তিনি আরও বলেন, ‘শুরুতেই বলতে চাই—আমরা সবাই দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই, সেটি বড় বিষয় নয়; বরং আমরা সবাই মিলে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। প্রয়োজন হলে আমরা সবার সহযোগিতা চাইব। নির্বাচন নিয়ে কিছু বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমরা বিশ্বাস করি, সব কিছু হয়েছে গঠনতন্ত্র অনুযায়ী।’

এরই মধ্যে বিসিবির নবনির্বাচিত সভাপতি আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বোর্ড সভা আহ্বান করেছেন। দুপুর ১২টায় শুরু হওয়া সেই বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।