ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

বাণিজ্যিক ব্যাংকে এমডি নিয়োগে কঠোর অভিজ্ঞতার শর্ত, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্যও সুযোগ

নিজস্ব সংবাদ :

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার মানদণ্ড আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকিং ও আর্থিক খাতের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থায় কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে নিয়োগ পাওয়া সম্ভব হবে।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়—এমডি পদে যোগ্য হতে হলে কোনো প্রার্থীকে অবশ্যই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে সম্মিলিতভাবে বা যেকোনো একটিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পূর্বের নিয়মে কেবল নিকটবর্তী যেকোনো একটি ঊর্ধ্বতন পদে দুই বছরের অভিজ্ঞতা থাকলেই এমডি বা সিইও পদের জন্য আবেদন করা যেত। নতুন সার্কুলার সেই অস্পষ্টতা দূর করে এমডি/ডিএমডি পর্যায়ের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক করেছে, ফলে ব্যাংক পরিচালনায় অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করার মানদণ্ড আরও স্পষ্ট হলো।

নির্দেশনায় বিকল্প যোগ্যতার একটি নতুন ধারা যুক্ত হয়েছে। এতে বলা হয়েছে—ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির (বা সমমানের) সিনিয়র কর্মকর্তা যারা কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞ এবং জাতীয় বেতন স্কেলের গ্রেড–২ পদে কাজ করেছেন, তারাও সরাসরি এমডি পদে মনোনয়ন পাওয়ার সুযোগ পাবেন।

আগের, অর্থাৎ ২০২৪ সালের সার্কুলারে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্য এমন সুযোগ ছিল না। এছাড়া পূর্ববর্তী নির্দেশনায় ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন পর্যায়ে মোট ২২ বছরের অভিজ্ঞতার শর্ত ছিল, যা নতুন নীতিতে সংশোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৩৭ বার পড়া হয়েছে

বাণিজ্যিক ব্যাংকে এমডি নিয়োগে কঠোর অভিজ্ঞতার শর্ত, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্যও সুযোগ

আপডেট সময় ০৯:২৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার মানদণ্ড আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকিং ও আর্থিক খাতের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থায় কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে নিয়োগ পাওয়া সম্ভব হবে।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়—এমডি পদে যোগ্য হতে হলে কোনো প্রার্থীকে অবশ্যই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে সম্মিলিতভাবে বা যেকোনো একটিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পূর্বের নিয়মে কেবল নিকটবর্তী যেকোনো একটি ঊর্ধ্বতন পদে দুই বছরের অভিজ্ঞতা থাকলেই এমডি বা সিইও পদের জন্য আবেদন করা যেত। নতুন সার্কুলার সেই অস্পষ্টতা দূর করে এমডি/ডিএমডি পর্যায়ের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক করেছে, ফলে ব্যাংক পরিচালনায় অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করার মানদণ্ড আরও স্পষ্ট হলো।

নির্দেশনায় বিকল্প যোগ্যতার একটি নতুন ধারা যুক্ত হয়েছে। এতে বলা হয়েছে—ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির (বা সমমানের) সিনিয়র কর্মকর্তা যারা কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞ এবং জাতীয় বেতন স্কেলের গ্রেড–২ পদে কাজ করেছেন, তারাও সরাসরি এমডি পদে মনোনয়ন পাওয়ার সুযোগ পাবেন।

আগের, অর্থাৎ ২০২৪ সালের সার্কুলারে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্য এমন সুযোগ ছিল না। এছাড়া পূর্ববর্তী নির্দেশনায় ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন পর্যায়ে মোট ২২ বছরের অভিজ্ঞতার শর্ত ছিল, যা নতুন নীতিতে সংশোধন করা হয়েছে।