ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম Logo বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত Logo মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয় — জানাল আইএসপিআর Logo মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে Logo “নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস Logo উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি Logo উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১ জন

বার্সার আঁতুড়ঘরে সৌদি ক্লাবের হানা!

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বার্সার আঁতুড়ঘরে সৌদি ক্লাবের হানা!

শীতকালীন দলবদল উইন্ডোর আর খুব বেশি সময় বাকি নেই। দলগুলো তাদের প্রয়োজন অনুযায়ী মৌসুমের বাকি সময়টার জন্য খেলোয়াড় দলে ভেড়াচ্ছে। সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ এবার হানা দিচ্ছে বার্সেলোনার আঁতুড়ঘরে। বার্সেলোনার তরুণ মিডফিল্ডারকে দলে ভেড়াতে চায় করিম বেনজেমা-এনগোলো কান্তের দল।

বার্সেলোনার একাডেমি লা মেসিয়া বিখ্যাত তরুণ প্রতিভা তুলে আনার জন্য। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেইস ইনিয়েস্তা থেকে শুরু করে হালের লামিনে ইয়ামালরা এই একাডেমি থেকেই উঠে এসেছেন। সেই লা মাসিয়ারই দুর্দান্ত প্রতিভা উনাই হার্নান্দেজকে দলে ভেড়াতে চায় আল ইত্তিহাদ। সৌদি প্রো লিগের সাবেক চ্যাম্পিয়নরা এরই মধ্যে এই ২০ বছর বয়সীর জন্য বার্সেলোনাকে প্রস্তাবও পাঠিয়েছে।

লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা ২০ বছর বয়সী উনাই হার্নান্দেজ এখন খেলছেন বার্সেলোনা অ্যাতলেটিক বা বার্সেলোনার বি দলে। স্পেনের ফুটবলের তৃতীয় স্তরে খেলা দলটার অধিনায়কও তিনিই। সেই হার্নান্দেজকে দলে ভেড়াতে ৪ থেকে ৫ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আল ইত্তিহাদ। এই মুহূর্তে দুই ক্লাব দর কষাকষি চালালেও স্পেনের সংবাদমাধ্যমগুলোর দাবি, এই মাস শেষ হওয়ার আগেই হার্নান্দেজ নতুন গন্তব্যে পাড়ি জমাবেন।

তবে শুধু হার্নান্দেজই নন, সৌদি ক্লাবের নজর পড়েছে লা মাসিয়ার আরও দুই প্রতিভার ওপর। স্পোর্তের দাবি অনুযায়ী, বার্সেলোনার এই দুই তরুণ তুর্কি হলেন পাউ প্রিম এবং আর্নাউ প্রাদাস। বার্সেলোনা বি’র সঙ্গে চলতি বছরেই এই দুজনের চুক্তির মেয়াদ শেষ হবে।

প্রতিবেদন অনুযায়ী, প্রিম এরই মধ্যে সৌদি ক্লাবের সঙ্গে আলাপ শুরু করেছেন। আল কাদসিয়ার ম্যানেজার মিকেল গঞ্জালেস এই তরুণ প্রতিভাকে দলে চান। বার্সেলোনা বি’র কোচ আলবার্ট সানচেজ তাকে এরই মধ্যে ম্যাচ ডে’র স্কোয়াড থেকেও বাদ দিয়েছেন। ৩০ জুন ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার।

প্রিমের সামনে বেলজিয়ামের ক্লাবের প্রস্তাব থাকলেও সৌদি ক্লাবের কাছ থেকে পাওয়া প্রস্তাব আরও লোভনীয় হওয়ায় ইউরোপ ছাড়তে আগ্রহী তিনি। অন্যদিকে প্রাদাস ক্লাবে থাকতে আগ্রহী হলেও কাতালান ক্লাবটি তাকে এখন পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দেয়নি। এই ১৮ বছর বয়সী এই মৌসুমে উয়েফা ইউথ লিগে ৩ গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন।

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
৮১ বার পড়া হয়েছে

বার্সার আঁতুড়ঘরে সৌদি ক্লাবের হানা!

আপডেট সময় ০৮:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

বার্সার আঁতুড়ঘরে সৌদি ক্লাবের হানা!

শীতকালীন দলবদল উইন্ডোর আর খুব বেশি সময় বাকি নেই। দলগুলো তাদের প্রয়োজন অনুযায়ী মৌসুমের বাকি সময়টার জন্য খেলোয়াড় দলে ভেড়াচ্ছে। সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ এবার হানা দিচ্ছে বার্সেলোনার আঁতুড়ঘরে। বার্সেলোনার তরুণ মিডফিল্ডারকে দলে ভেড়াতে চায় করিম বেনজেমা-এনগোলো কান্তের দল।

বার্সেলোনার একাডেমি লা মেসিয়া বিখ্যাত তরুণ প্রতিভা তুলে আনার জন্য। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেইস ইনিয়েস্তা থেকে শুরু করে হালের লামিনে ইয়ামালরা এই একাডেমি থেকেই উঠে এসেছেন। সেই লা মাসিয়ারই দুর্দান্ত প্রতিভা উনাই হার্নান্দেজকে দলে ভেড়াতে চায় আল ইত্তিহাদ। সৌদি প্রো লিগের সাবেক চ্যাম্পিয়নরা এরই মধ্যে এই ২০ বছর বয়সীর জন্য বার্সেলোনাকে প্রস্তাবও পাঠিয়েছে।

লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা ২০ বছর বয়সী উনাই হার্নান্দেজ এখন খেলছেন বার্সেলোনা অ্যাতলেটিক বা বার্সেলোনার বি দলে। স্পেনের ফুটবলের তৃতীয় স্তরে খেলা দলটার অধিনায়কও তিনিই। সেই হার্নান্দেজকে দলে ভেড়াতে ৪ থেকে ৫ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আল ইত্তিহাদ। এই মুহূর্তে দুই ক্লাব দর কষাকষি চালালেও স্পেনের সংবাদমাধ্যমগুলোর দাবি, এই মাস শেষ হওয়ার আগেই হার্নান্দেজ নতুন গন্তব্যে পাড়ি জমাবেন।

তবে শুধু হার্নান্দেজই নন, সৌদি ক্লাবের নজর পড়েছে লা মাসিয়ার আরও দুই প্রতিভার ওপর। স্পোর্তের দাবি অনুযায়ী, বার্সেলোনার এই দুই তরুণ তুর্কি হলেন পাউ প্রিম এবং আর্নাউ প্রাদাস। বার্সেলোনা বি’র সঙ্গে চলতি বছরেই এই দুজনের চুক্তির মেয়াদ শেষ হবে।

প্রতিবেদন অনুযায়ী, প্রিম এরই মধ্যে সৌদি ক্লাবের সঙ্গে আলাপ শুরু করেছেন। আল কাদসিয়ার ম্যানেজার মিকেল গঞ্জালেস এই তরুণ প্রতিভাকে দলে চান। বার্সেলোনা বি’র কোচ আলবার্ট সানচেজ তাকে এরই মধ্যে ম্যাচ ডে’র স্কোয়াড থেকেও বাদ দিয়েছেন। ৩০ জুন ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার।

প্রিমের সামনে বেলজিয়ামের ক্লাবের প্রস্তাব থাকলেও সৌদি ক্লাবের কাছ থেকে পাওয়া প্রস্তাব আরও লোভনীয় হওয়ায় ইউরোপ ছাড়তে আগ্রহী তিনি। অন্যদিকে প্রাদাস ক্লাবে থাকতে আগ্রহী হলেও কাতালান ক্লাবটি তাকে এখন পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দেয়নি। এই ১৮ বছর বয়সী এই মৌসুমে উয়েফা ইউথ লিগে ৩ গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন।