স্প্যানিশ সুপার কাপে রোববার (১২ জানুয়ারি) রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। প্রথমে পিছিয়ে পরেও দলের এমন জয়ে গর্বিত বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তার দেখা বার্সেলোনার এই জয়টা অবিশ্বাস্য।
সৌদি আরবের জেদ্দায় পাঁচ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর প্রথমার্ধেই চার গোল দেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে এক গোল হজমের পাশাপাশি এক গোলও দেয় বার্সেলোনা। দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে ফ্লিক বেশ খুশি।
রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সত্যিই আজ অনেক গর্বিত। দলকে নিয়ে গর্বিত, সব স্টাফ, এই ক্লাব, সমর্থক, সবাইকে নিয়ে। আজ অবিশ্বাস্য একটা ম্যাচ হলো। কোচদের জন্য অবশ্য অতটা (দুর্দান্ত) নয়। তবে সমর্থকদের জন্য সত্যিই চমৎকার।‘
চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনার দায়িত্ব নেন ফ্লিক। শুরু থেকেই দলকে দারুণ অবস্থায় রেখেছেন জার্মান এই কোচ। মাঝে কিছুটা সময় সমালোচনার মুখে পড়লেও তরুণ দল নিয়ে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এই দল নিয়ে এগিয়ে যেতে চান জার্মান এই কোচ।
হ্যান্সি ফ্লিক বলেন, ‘প্রতি ম্যাচ থেকেই আমাদের শিখতে হবে এবং আজকের ম্যাচ থেকেও। আমরা সবকিছু আরও ভালোভাবে করতে পারি, তবে আমাদের দলটা তরুণ। কয়েকটি সপ্তাহ গেছে যেখানে আমরা ভালো খেলতে পারিনি এবং লিগে আমাদের অবস্থা এখন ভালো নয়। ড্রেসিং রুমে আমরা সব বিষয় নিয়েই কথা বলি, তবে আপাতত আমার কাছে গুরুত্বপূর্ণ পরের ম্যাচে দৃষ্টি দেয়া।‘