বিএনপির নেতা মাহমুদুল আলম ফাবিরের ৫ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা
বিএনপির নেতা মাহমুদুল আলম ফাবিরের ৫ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা
ছাতক ডিগ্রি কলেজ শাখার বিএনপির নেতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম ফাবিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা জরিমানার রায় ঘোষণা করেছেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
২০২৫ সালের ৬ জানুয়ারি মাননীয় আদালত এই রায় দেন। রায়ে ফাবির ছাড়াও মামলার অন্যান্য আসামিদের একই সাজা দেওয়া হয়। মাহমুদুল আলম ফাবির ২০২২ সালের মাঝামাঝি যুক্তরাজ্যে গমনের আগে ছাতক ডিগ্রি কলেজ শাখার একজন সক্রিয় কর্মী ছিলেন এবং ছাতক ডিগ্রি কলেজ শাখার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেন।
জানা গেছে বিএনপির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করার কারণে তাকে রাজনৈতিক প্রতিপক্ষ ছাএলীগের লোকেরা আক্রমণ করে। এরই ধারাবাহিকতায় তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে খুঁজতে প্রায়ই তার বাড়িতে অভিযান চালায়।
উল্লেখ্য, মামলার রায় কার্যকর করতে আদালত মো মাহমুদুল আলম ফাবির এর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন।