ব্রেকিং নিউজ :
বিএনপি মহাসচিবের বাসায় পিন্টু
বিএনপি মহাসচিবের বাসায় পিন্টু।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় যান তিনি। এ সময় তার স্ত্রী বিলকিস বেগম ছাড়াও পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
২০০৮ সালে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার করা হয় আব্দুস সালাম পিন্টুকে।
সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পান বিএনপির এ নেতা। এরপর কারাগার থেকে মুক্তি পান তিনি।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আব্দুস সালাম পিন্টু মির্জা ফখরুল ইসলাম আলমগীর